Saturday, August 23, 2025

মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় বিজেপির, মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের দেবেন্দ্র ফডনবীশ ?

Date:

রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে ইস্তফাপত্র জমা দিলেন উদ্ধব ঠাকরে৷ উদ্ধব ইস্তফা দেওয়ায় আগামিকাল মহারাষ্ট্রে কোনও আস্থা ভোট হচ্ছে না৷ এদিকে রায়ের পরই বিজেপি শিবিরে মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়৷ মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে জড়ো হন বিজেপি নেতারা৷ পরিষদীয় নেতা দেবেন্দ্র ফডনবীশকে মিষ্টি খাওয়ান তাঁরা।

আসলে উদ্ধব ইস্তফা দেওয়ায় আজ বৃহস্পতিবার কোনও আস্থা ভোট হচ্ছে না৷
যা পরিস্থিতি তাতে শিবসেনার বিক্ষুব্ধদের সাহায্যে মহারাষ্ট্রে সরকার গঠন করতে বিজেপির অসুবিধা হবে না৷ সেক্ষেত্রে নয়া সরকারের মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র৷ এর আগে ২০১৪ সালে তিনিই ছিলেন মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোটের মুখ্যমন্ত্রী৷
সেক্ষেত্রে উপ মুখ্যমন্ত্রী হতে পারেন একনাথ শিন্ডে।শুক্রবার রথযাত্রা৷ ওই দিনই সম্ভবত শপথ নিতে পারেন নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রে আস্থাভোট কাল

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক সেরে বৃহস্পতিবার রাতে মুম্বই ফেরেন ফডণবীশ। রাজ্য বিজেপির অন্য নেতাদের সঙ্গে তিনিও ডেরা বেঁধেছিলেন ওই হোটেলে। সূত্রের খবর, প্রতি ছ’জন বিধায়ক পিছু এক জন করে মন্ত্রী, এই ফর্মূলাতে মন্ত্রিসভা গঠন করতে চলেছে বিজেপি।বুধবার শিন্ডে-সহ বিদ্রোহী বিধায়কেরা গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে চার্টার্ড বিমানে গোয়ায় পৌঁছন। রাজধানী পানাজির কাছে একটি বিলাসবহুল রিসর্টে রয়েছেন তাঁরা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version