Sunday, November 9, 2025

অর্থনীতি চাঙ্গা করতে অপরিশোধিত তেল বিক্রি নিয়ন্ত্রণমুক্ত করল সরকার

Date:

কোনও রকম শর্ত ছাড়াই এবার দেশের তেল উত্তোলক ও উৎপাদনকারী সংস্থাগুলি অপরিশোধিত তেল(Crude Oil) বিক্রি করতে পারবে। বুধবার এই সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বে মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি দেশে উতপাদিত অপরিশোধিত তেল বিক্রির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণমুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। জানা যাচ্ছে দেশের অর্থনীতিকে(Economy) চাঙ্গা করতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।

বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে অপরিশোধিত তেল বরাদ্দ করার ক্ষেত্রে কোনও রকম বিধিনিষেধ থাকবে না। যার জেরে তেল উত্তোলক এবং উৎপাদক সংস্থাগুলি উতপাদিত পণ্য দেশে বিক্রির ক্ষেত্রে কোনরকম সমস্য হবে না। সরকার, সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান অথবা সরকারি সংস্থাকে অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে যে শর্তগুলি রয়েছে তা আর তখন গ্রাহ্য হবে না। রয়্যালটি, সেস ইত্যাদির মতো সরকারি রাজস্ব চুক্তি অনুযায়ী সমানভাবে নির্ধারিত হবে। তবে আগের মতোই তেল রফতানির কোনও অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রিসভার বৈঠকের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সরকারের এই সিদ্ধান্তের জেরে দেশের অর্থনীতি অনেকখানি চাঙ্গা হয়ে উঠবে। তাঁর কোথায়, এই সিদ্ধান্তের ফলে অর্থনীতি চাঙ্গা হবে, তেল ও গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে। কেন্দ্র ২০১৪ সাল থেকে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়িত করতে যে পদক্ষেপগুলি করেছে তার সঙ্গে সাযুজ্য রেখে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সহজেই ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের পরিচালনগত ক্ষেত্রে আরও নমনীয় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version