Saturday, August 23, 2025

অর্থনীতি চাঙ্গা করতে অপরিশোধিত তেল বিক্রি নিয়ন্ত্রণমুক্ত করল সরকার

Date:

কোনও রকম শর্ত ছাড়াই এবার দেশের তেল উত্তোলক ও উৎপাদনকারী সংস্থাগুলি অপরিশোধিত তেল(Crude Oil) বিক্রি করতে পারবে। বুধবার এই সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বে মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি দেশে উতপাদিত অপরিশোধিত তেল বিক্রির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণমুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। জানা যাচ্ছে দেশের অর্থনীতিকে(Economy) চাঙ্গা করতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।

বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে অপরিশোধিত তেল বরাদ্দ করার ক্ষেত্রে কোনও রকম বিধিনিষেধ থাকবে না। যার জেরে তেল উত্তোলক এবং উৎপাদক সংস্থাগুলি উতপাদিত পণ্য দেশে বিক্রির ক্ষেত্রে কোনরকম সমস্য হবে না। সরকার, সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান অথবা সরকারি সংস্থাকে অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে যে শর্তগুলি রয়েছে তা আর তখন গ্রাহ্য হবে না। রয়্যালটি, সেস ইত্যাদির মতো সরকারি রাজস্ব চুক্তি অনুযায়ী সমানভাবে নির্ধারিত হবে। তবে আগের মতোই তেল রফতানির কোনও অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রিসভার বৈঠকের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সরকারের এই সিদ্ধান্তের জেরে দেশের অর্থনীতি অনেকখানি চাঙ্গা হয়ে উঠবে। তাঁর কোথায়, এই সিদ্ধান্তের ফলে অর্থনীতি চাঙ্গা হবে, তেল ও গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে। কেন্দ্র ২০১৪ সাল থেকে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়িত করতে যে পদক্ষেপগুলি করেছে তার সঙ্গে সাযুজ্য রেখে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সহজেই ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের পরিচালনগত ক্ষেত্রে আরও নমনীয় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version