Friday, August 29, 2025

লাগাতার প্রতারণা PMO কর্তাদের নাম করে, CBI দ্বারস্থ প্রধানমন্ত্রীর দফতর

Date:

প্রধানমন্ত্রীর দফতরের(PMO) আধিকারিকদের নাম ভাঁড়িয়ে একের পর এক প্রতারণার ঘটনা ঘটে চলেছে নানান জায়গায়। কোথাও চাকরির নামে টাকা তোলা হচ্ছে তো কোথাও পিএমও আধিকারিক সেজে পুলিশের রদবদল আটকানোর চেষ্টা চলছে। একের পর এক এহেন ঘটনা সামনে আসার পর এবার প্রধানমন্ত্রীর দফতর দ্বারস্থ হল সিবিআইয়ের(CBI)। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ টি এফআইআর দায়েরও করা হয়েছে।

জানা গিয়েছে, প্রথম ফোনটি আসে চণ্ডিগড়ে। সেখানে আইপিএস (IPS) আধিকারিকের কাছে পিএমওর যুগ্ম সচিব রোহিত যাদব হিসেবে পরিচয় দিয়ে এক পুলিশ কনস্টেবলের বদলি আটকানোর চেষ্টা করা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করেন পিএমও-র অ্যাসিট্যান্ট ডিরেক্টর অনিলকুমার শর্মা। দ্বিতীয় অভিযোগে, রবিকান্ত খারাব নামে এক ব্যক্তিকে ফোন করে রিজার্ভ ব্যাংকে চাকরির দেওয়ার প্রলোভন দেওয়া হয় ৩ লক্ষ টাকার বিনিময়ে। ২৫ হাজার টাকা অগ্রিমও নেওয়া হয়। যে ব্যক্তি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন প্রধানমন্ত্রীর দপ্তরের ব্যক্তিগত সচিব।

এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাসিট্যান্ট ডিরেক্টর পিকে ইসার একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে বলা হয়, কেরলের বাসিন্দা ডা. শিব কুমার নামে এক ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। একের পর এক এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসার পর তৎপর হয়ে উঠেছে সিবিআই। শুরু হয়েছে তদন্ত।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version