Saturday, November 8, 2025

Rupankar Bagchi: ফের বিপাকে রূপঙ্কর , এবার গান চুরির অভিযোগ তাঁর বিরুদ্ধে

Date:

বিতর্ক (Controversy) যেন কিছুতেই পিছু ছাড়ছে না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) । প্রয়াত শিল্পী কেকের (KK) মৃত্যুর পর রূপঙ্কর বাগচীর করা মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। একমাস যেতে না যেতেই ফের বিতর্কে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। এবার গান চুরির অভিযোগ করে তার বিরুদ্ধে নিউটাউন থানার (New Town police station) দ্বারস্থ এক মহিলা সংগীতশিল্পী।

কেকে-এর মৃত্যুর পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না গায়ক রূপঙ্কর বাগচীর। নিজের মন্তব্যের জেরে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে তাঁকে। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বটে, কিন্তু ততক্ষণে জল অনেকদূর গড়িয়ে গেছে। বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল থেকে শুরু করে সিনেমা থেকে গান বাদ পড়া , সব কিছুরই সাক্ষী হয়েছেন রূপঙ্কর। এবার গান চুরি করার অভিযোগ উঠল তাঁর নামে। এক উঠতি মহিলা সংগীত শিল্পী মনোরমা ঘোষাল (Monoroma Ghoshal) এই অভিযোগ এনেছেন। মনোরমার বক্তব্য, ২০২১-এর নভেম্বরে তাঁর গানের শিক্ষকের মাধ্যমে সঙ্গীত আয়োজক পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে (Partha Bandopadhyay) যোগাযোগ হয় মনোরমার। যে গানটি নিয়ে অভিযোগ, তার নাম ‘সাগর তুমি কেন ডাকো’। নভেম্বরে প্রকাশিত হয়েছিল গানের প্রথম ঝলক। তখনই প্রথম কিস্তিতে ১০হাজার টাকা পার্থ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন মনোরমা। তারপর ১২ ডিসেম্বর মুক্তি পায় তাঁর গানটি। ২৮ হাজার টাকা দিয়ে পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে গানটি কিনেছিলেন অভিযোগকারিনী। মনোরমার দাবি, হঠাৎ একসপ্তাহ আগে ইউটিউব চ্যানেল থেকে মনোরমাকে গান তুলে নেওয়ার কথা বলেন পার্থ। কারণ,গানটি নাকি ইতিমধ্যেই রূপঙ্কর গেয়েছেন। অভিযোগকারিণী বলছেন এ প্রসঙ্গে তিনি রূপঙ্করের সঙ্গে কথাও বলেছেন। রূপঙ্কর নাকি যে চ্যানেল থেকে এই গান মুক্তি পেয়েছে, সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছেন।

অভিযোগকারীনি সংগীত শিল্পী মনোরমার দাবি, তাঁর গানটি মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। আর বৃহস্পতিবার ইউটিউবে দেখা যায় রূপঙ্করের গানটি। মনোরমার দাবি, তারপর থেকেই তাঁর ইউটিউব চ্যানেলের গানটি উধাও! পার্থ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিযোগকারীনিকে তিনি কোনও গান বিক্রি করেন নি। পাশাপাশি তিনি আরও জানান মনোরমা গানটি ঠিকমতো গাইতে না পারায় রূপঙ্কর কে দিয়ে এই গান গাওয়ানো হয়েছে। এতে রূপঙ্করের কোন দোষ নেই।



Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version