Wednesday, November 12, 2025

Rupankar Bagchi: ফের বিপাকে রূপঙ্কর , এবার গান চুরির অভিযোগ তাঁর বিরুদ্ধে

Date:

বিতর্ক (Controversy) যেন কিছুতেই পিছু ছাড়ছে না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) । প্রয়াত শিল্পী কেকের (KK) মৃত্যুর পর রূপঙ্কর বাগচীর করা মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। একমাস যেতে না যেতেই ফের বিতর্কে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। এবার গান চুরির অভিযোগ করে তার বিরুদ্ধে নিউটাউন থানার (New Town police station) দ্বারস্থ এক মহিলা সংগীতশিল্পী।

কেকে-এর মৃত্যুর পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না গায়ক রূপঙ্কর বাগচীর। নিজের মন্তব্যের জেরে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে তাঁকে। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বটে, কিন্তু ততক্ষণে জল অনেকদূর গড়িয়ে গেছে। বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল থেকে শুরু করে সিনেমা থেকে গান বাদ পড়া , সব কিছুরই সাক্ষী হয়েছেন রূপঙ্কর। এবার গান চুরি করার অভিযোগ উঠল তাঁর নামে। এক উঠতি মহিলা সংগীত শিল্পী মনোরমা ঘোষাল (Monoroma Ghoshal) এই অভিযোগ এনেছেন। মনোরমার বক্তব্য, ২০২১-এর নভেম্বরে তাঁর গানের শিক্ষকের মাধ্যমে সঙ্গীত আয়োজক পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে (Partha Bandopadhyay) যোগাযোগ হয় মনোরমার। যে গানটি নিয়ে অভিযোগ, তার নাম ‘সাগর তুমি কেন ডাকো’। নভেম্বরে প্রকাশিত হয়েছিল গানের প্রথম ঝলক। তখনই প্রথম কিস্তিতে ১০হাজার টাকা পার্থ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন মনোরমা। তারপর ১২ ডিসেম্বর মুক্তি পায় তাঁর গানটি। ২৮ হাজার টাকা দিয়ে পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে গানটি কিনেছিলেন অভিযোগকারিনী। মনোরমার দাবি, হঠাৎ একসপ্তাহ আগে ইউটিউব চ্যানেল থেকে মনোরমাকে গান তুলে নেওয়ার কথা বলেন পার্থ। কারণ,গানটি নাকি ইতিমধ্যেই রূপঙ্কর গেয়েছেন। অভিযোগকারিণী বলছেন এ প্রসঙ্গে তিনি রূপঙ্করের সঙ্গে কথাও বলেছেন। রূপঙ্কর নাকি যে চ্যানেল থেকে এই গান মুক্তি পেয়েছে, সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছেন।

অভিযোগকারীনি সংগীত শিল্পী মনোরমার দাবি, তাঁর গানটি মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। আর বৃহস্পতিবার ইউটিউবে দেখা যায় রূপঙ্করের গানটি। মনোরমার দাবি, তারপর থেকেই তাঁর ইউটিউব চ্যানেলের গানটি উধাও! পার্থ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিযোগকারীনিকে তিনি কোনও গান বিক্রি করেন নি। পাশাপাশি তিনি আরও জানান মনোরমা গানটি ঠিকমতো গাইতে না পারায় রূপঙ্কর কে দিয়ে এই গান গাওয়ানো হয়েছে। এতে রূপঙ্করের কোন দোষ নেই।



Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version