Thursday, August 21, 2025

বিতর্ক (Controversy) যেন কিছুতেই পিছু ছাড়ছে না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) । প্রয়াত শিল্পী কেকের (KK) মৃত্যুর পর রূপঙ্কর বাগচীর করা মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। একমাস যেতে না যেতেই ফের বিতর্কে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। এবার গান চুরির অভিযোগ করে তার বিরুদ্ধে নিউটাউন থানার (New Town police station) দ্বারস্থ এক মহিলা সংগীতশিল্পী।

কেকে-এর মৃত্যুর পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না গায়ক রূপঙ্কর বাগচীর। নিজের মন্তব্যের জেরে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে তাঁকে। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বটে, কিন্তু ততক্ষণে জল অনেকদূর গড়িয়ে গেছে। বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল থেকে শুরু করে সিনেমা থেকে গান বাদ পড়া , সব কিছুরই সাক্ষী হয়েছেন রূপঙ্কর। এবার গান চুরি করার অভিযোগ উঠল তাঁর নামে। এক উঠতি মহিলা সংগীত শিল্পী মনোরমা ঘোষাল (Monoroma Ghoshal) এই অভিযোগ এনেছেন। মনোরমার বক্তব্য, ২০২১-এর নভেম্বরে তাঁর গানের শিক্ষকের মাধ্যমে সঙ্গীত আয়োজক পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে (Partha Bandopadhyay) যোগাযোগ হয় মনোরমার। যে গানটি নিয়ে অভিযোগ, তার নাম ‘সাগর তুমি কেন ডাকো’। নভেম্বরে প্রকাশিত হয়েছিল গানের প্রথম ঝলক। তখনই প্রথম কিস্তিতে ১০হাজার টাকা পার্থ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন মনোরমা। তারপর ১২ ডিসেম্বর মুক্তি পায় তাঁর গানটি। ২৮ হাজার টাকা দিয়ে পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে গানটি কিনেছিলেন অভিযোগকারিনী। মনোরমার দাবি, হঠাৎ একসপ্তাহ আগে ইউটিউব চ্যানেল থেকে মনোরমাকে গান তুলে নেওয়ার কথা বলেন পার্থ। কারণ,গানটি নাকি ইতিমধ্যেই রূপঙ্কর গেয়েছেন। অভিযোগকারিণী বলছেন এ প্রসঙ্গে তিনি রূপঙ্করের সঙ্গে কথাও বলেছেন। রূপঙ্কর নাকি যে চ্যানেল থেকে এই গান মুক্তি পেয়েছে, সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছেন।

অভিযোগকারীনি সংগীত শিল্পী মনোরমার দাবি, তাঁর গানটি মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। আর বৃহস্পতিবার ইউটিউবে দেখা যায় রূপঙ্করের গানটি। মনোরমার দাবি, তারপর থেকেই তাঁর ইউটিউব চ্যানেলের গানটি উধাও! পার্থ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিযোগকারীনিকে তিনি কোনও গান বিক্রি করেন নি। পাশাপাশি তিনি আরও জানান মনোরমা গানটি ঠিকমতো গাইতে না পারায় রূপঙ্কর কে দিয়ে এই গান গাওয়ানো হয়েছে। এতে রূপঙ্করের কোন দোষ নেই।



Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version