Sunday, November 2, 2025

করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফের বছর দুয়েক আগের স্মৃতি উস্কে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবারও দেশের সার্বিক করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, একই ছবি সক্রিয় রোগীর পরিসংখ্যানেও। এদিনের সার্বিক পরিসংখ্যান চতুর্থ ঢেউয়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন। দেশে ক্রমশ চোখ রাঙাচ্ছে কোভিড পরিস্থিতি। মাসখানেক আগেও যা ছবি ছিল তা একেবারেই বদলে গেছে। আগের দিনের চেয়ে সামান্য কিছুটা কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু সংক্রমণ-গ্রাফের কারণেই রয়ে গিয়েছে চিন্তা। টানা নতুন সংক্রমণের জন্য শুক্রবারের বুলেটিন অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেস পেরিয়ে গিয়েছে এক লক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৩৬ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৪১৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৩৯ জনের। রেলকর্মীদের মধ্যে ফের বাড়ছে কোভিড (COVID-19) সংক্রমণ। আর তাতেই চরম উদ্বেগে রেল প্রশাসন। পূর্ব রেল সূত্রে খবর, বুধবার নাইসেডে (NICED) ১১ জনের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার পজিটিভ রিপোর্ট আসে। বুধবার ৩৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছিল। ইতিমধ্যে আক্রান্ত ১৭ জন রেলকর্মীকে বিআর সিং হাসপাতালে ভরতি করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল থেকে বুধবার ১৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার ১৫ জনেরই পজিটিভ রিপোর্ট এসেছে। রেল চত্বরে করোনার বাড়বাড়ন্তের দিকে নজর বাড়ানো দরকার বলে মনে করেছেন রেলকর্মীরাই।



Related articles

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...
Exit mobile version