Wednesday, November 5, 2025

টালমাটাল পরিস্থিতি: ডলারের দর ঊর্ধ্বমুখী, রেকর্ড হারে পতন টাকার !

Date:

বেশ কিছুদিন ধরেই আশঙ্কা বাড়ছিল এবার বাস্তবেই তা ঘটল। কমল টাকার দাম (The record fall in the rupee), সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা! এ নিয়ে টানা ছ’টি সেশনে ডলারের নিরিখে টাকার দরে পতন হল। টাকার দর ডলারের নিরিখে ১৮ পয়সা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭৯.০৩ টাকায়। কী হবে? কাটছে না আশঙ্কার কালো মেঘ।

পরিস্থিতি বেশ জটিল। দেশে লাগাতার মুদ্রাস্ফীতির ( inflation)উদ্বেগের কারণে ডলারের বিপরীতে টাকার এই রেকর্ড পতন (The record fall in the rupee)। ডলারের বিপরীতে টাকার দরপতনের প্রভাব পড়ে সাধারণ মানুষ ও দেশের অর্থনীতিতে। টাকার দুর্বলতার কারণে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য আরও ব্যয়বহুল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হতে চলেছে দেশের অর্থনীতি। বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কাই শেষমেশ সত্যি হল। মার্কিন ডলারের নিরিখে টাকার দর আরও একবার নিম্নমুখী। বুধবার প্রতি ডলারের নিরিখে টাকার দর হয়েছে ৭৯ টাকা। টাকার দর ডলারের নিরিখে ১৮ পয়সা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭৯.০৩ টাকায়। এক্ষেত্রে প্রথমেই যে কারণটি উঠে আসে, সেটি হল রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা। সূত্রের খবর, ইউক্রেনে সামরিক অভিযানের পর বিশ্বের বাজারে রাশিয়াকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে আমেরিকাসহ পশ্চিমি দেশগুলো। রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করায় তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়তে থাকে। পাশাপাশি ভারতের বাজারে আইএফএফ বা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর (Foreign Institution Investor)-গুলির ক্রমাগত বিক্রি টাকার ওপর চাপ বাড়াতে শুরু করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের মুদ্রার ধারাবাহিক পতনের অন্যতম কারণ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এশিয়া মহাদেশে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়েছে। গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু-হু করে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার নতুন করে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১.০৮ ডলার বৃ্দ্ধি পেয়েছে। এই পরিস্থিতির ফলে প্রভাব পড়েছে টাকার দরে।



Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version