Wednesday, August 27, 2025

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী অমরিন্দর সিং: সূত্র

Date:

রাষ্ট্রপতি নির্বাচনে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ঘোষিত হয়েছে উপরাষ্ট্রপতি(vice president) নির্বাচনের দিনক্ষণও। এরই মাঝে জানা গেল উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র তরফে প্রার্থী হতে চলেছেন পাঞ্জাবের(Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং(Amrinder Singh)। বিজেপি(BJP) সূত্রে খবর এমনই।

চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল অমরিন্দরের। যদিও বর্তমানে চিকিৎসার কারণে লন্ডনে রয়েছেন তিনি। বিজেপি সূত্রের খবর, তিনি দেশে ফিরে আসার পর বিজেপির সঙ্গে তার দল পাঞ্জাব লোক কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হবে। এবং উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী করা হবে অমরিন্দরকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা হলে বিজেপি সঙ্গে দলের জোট প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে পারেন তাঁর স্ত্রী প্রণীত।

প্রসঙ্গত, বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ অগস্ট। আগামী ৬ আগস্ট দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। ফলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এনডিএ-র তরফে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে তার আগেই সূত্র মারফত জানা গেল, এনডিএ-র তরফে এই পদের জন্য প্রার্থী হতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

উল্লেখ্য, গোষ্ঠী কোন্দলের জেরে গত বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অমরিন্দরকে। এরপর কংগ্রেসের উপর ক্ষুব্ধ হয়ে দল ছাড়েন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পঞ্জাবের বিধানসভা ভোটের আগের নয়া দল ‘পঞ্জাব লোক কংগ্রেস’ গড়ে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন। কিন্তু বিধানসভা ভোটে একটি আসনেও জিততে পারেনি তাঁর দল। এমনকি, পটিয়ালার রাজ পরিবারের সন্তান অমরিন্দর তাঁর পুরনো আসনেও হেরে গিয়েছিলেন।


Related articles

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৭ অগাস্ট (বুধবার) ২০২৫১ গ্রাম               ১০ গ্রামপাকা সোনার বাট     ১০১১৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version