Friday, November 14, 2025

জাতীয় কর্ম সমিতির বৈঠকে বাংলায় ক্ষমতা দখল নিয়ে প্রত্যয়ী শাহ, পাল্টা খোঁচা কুণালের

Date:

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় গোহারা হারলেও আগামী নির্বাচনে এ রাজ্যে ক্ষমতা দখল নিয়ে রীতিমতো প্রত্যয়ী অমিত শাহ, জেপি নাড্ডারা। আর সে কথাই উঠে এলো বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে। রবিবার তেলেঙ্গানায় গেরুয়া শিবিরের কর্ম সমিতির বৈঠকে অমিত শাহ বার্তা দিলেন, শীঘ্রই বাংলা ও তেলেঙ্গানা দখল করবে বিজেপি। যদিও তাদের এই দাবিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর পাল্টা তোপ, “২০২০-২০২১ সালে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করার সময়েও এ কথা ওঁরা বলতেন।”

তেলেঙ্গানায় বিজেপির কর্ম সমিতির বৈঠকে রবিবার দুপুরে পেশ হয় রাজনৈতিক প্রস্তাব। সেখানে পরিবারতন্ত্র ইসুতে কংগ্রেসের পাশাপাশি আঞ্চলিক দলগুলিকে আক্রমণ শানাতে দেখা যায় বিজেপিকে। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, “কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে। ভয়ে সভাপতি নির্বাচন করছে না। বাংলা, তেলেঙ্গানাতেও পারিবারিক দলের শাসন চলছে।” এরপরই বিজেপির জন্য টার্গেট বেঁধে দিয়ে অমিত শাহ জানান, শীঘ্রই বিজেপি বাংলা ও তেলেঙ্গানা দখল করবে। এর পাশাপাশি ওড়িশা, কেরল এবং অন্ধ্রপ্রদেশেও উড়বে গেরুয়া পতাকা। অমিত শাহ বলেন, দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিকবাদ, পরিবারবাদ এবং তোষণ চলছে। এর বিরুদ্ধে উন্নয়নের রাজনীতি করবে গেরুয়া শিবির।

শাহের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “বাংলায় মানুষের সরকার চলছে। পরিবারতন্ত্র নিয়ে কীভাবে প্রশ্ন তুলতে পারে বিজেপি? এ রাজ্যে তো অধিকারী পরিবারের সাইনবোর্ড ঝুলছে। রাজ্যে-রাজ্যেও তো পরিবারতন্ত্র চালায় ওরা।” পাশাপাশি গিয়ে দোয়া শিবিরকে খোঁচা দিয়ে তিনি বলেন, “২০২০-২০২১ সালে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করার সময়েও এ কথা ওঁরা বলতেন।”


Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version