Thursday, August 28, 2025

ভূমি দফতরের জমি সমস্যা সমাধানে সব জেলার জেলাশাসকদের বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Date:

ভূমি দফতরের সমস্যা নিয়ে পর্যালোচনা করতে আগামী বুধবার সমস্ত জেলার জেলাশাসকদের বৈঠকে ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সম্প্রতি পুরুলিয়া জেলায় গিয়ে জমি মিউটেশন-সহ একাধিক বিষয় নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবকে জমি সমস্যা সমাধানের জন্য আলাদা কমিটি গঠন করার নির্দেশ দেন । সেই কারণে নবান্ন জানতে চাইছে এই মুহূর্তে কোন জেলায় কত শতাংশ জমির মিউটেশন আটকে রয়েছে । আর সে কারণেই আগামী ৬ জুলাই নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে । জানা গিয়েছে, এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসকরা ছাড়াও থাকবেন সমস্ত জেলার ডিএলআরওরা।

সম্প্রতি পুরুলিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জমি পরিষেবা নিয়ে জেলায় জেলায় ভূমি বিভাগের এক শ্রেণির কর্মী-অফিসারের অনৈতিক কাজকর্ম নিয়ে অভিযোগ আসছে প্রায় প্রতিদিন । তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বিষয়ে নজরদারি কমিটি গঠনের নির্দেশ দেন । তাই ব্লক থেকে জেলাস্তর পর্যন্ত ভূমি দফতরের কার্যালয়গুলিতে পরিষেবা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে নজরদারি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এই কাজে যুক্ত করা হচ্ছে পুলিশকেও । সামগ্রিক নজরদারির দায়িত্বে থাকবেন জেলাশাসক।

আরও পড়ুন- স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশ-গুজরাটকে পিছনে ফেলে দিল বাংলা

একই ভাবে নজরদারি কমিটি গড়া হচ্ছে ব্লকস্তরেও । এ ক্ষেত্রে নজরদারি কমিটির চেয়ারম্যান করা হয়েছে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিককে। ব্লক স্তরের ভূমি ও ভূমি সংস্কার অফিসার হবেন কমিটির আহ্বায়ক । সদস্য হবেন সংশ্লিষ্ট থানার আইসি অথবা ওসি । সপ্তাহে এক দিন সমন্বয় বৈঠক করবেন কমিটির সদস্যেরা । ব্লক স্তরে বকেয়া থাকা জমির মিউটেশন-কনভারশনের নিষ্পত্তি, মুখ্যমন্ত্রীর দফতর এবং ভূমি দফতরে জমা পড়া অভিযোগের মীমাংসা, পাট্টা বণ্টন, আদিবাসীদের জমির দখল ঠেকানো, স্থানীয় ভূমি দফতরের অফিস ঘিরে অনৈতিক কার্যকলাপ, বালি-পাথর-মাটি কাটা, অবৈধ ভাবে জলাজমির চরিত্র বদলানোর মতো ঘটনার উপরে নজর রাখবে ওই কমিটি ।

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version