Tuesday, November 11, 2025

তথাকথিত বামপন্থী বিজ্ঞদের জন্য শেষযাত্রাতেও স্বস্তি পেলেন না তরুণ মজুমদার

Date:

চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকজ্ঞাপন করেছেন। রাজ্য সরকারের তরফে শেষশ্রদ্ধা নিবদনে সমস্ত আয়োজনের ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল। কিন্তু প্রয়াত পরিচালকের পরিচালকের পরিবারের পক্ষে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হয়। তাই কোনও শোকমিছিল বা রীতি মেনে রবীন্দ্রসদনে তাঁর দেহ রাখা হয়নি।

এদিকে প্রয়াত পরিচালকের শেষ ইচ্ছা মেনে তাঁর কর্মভূমি টালিগঞ্জের NT-1স্টুডিওতে তরুণ মজুমদারের মরদেহ আনা হয়। কিন্তু মাত্র ১৫ মিনিট! অনুরাগীরদের শেষশ্রদ্ধা জানানোর আগেই NT-1স্টুডিও থেকে জপরিচালক তরুণ মজুমদারের দেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। যেখানে তাঁর শেষইচ্ছা অনুসারে মরণোত্তর দেহদান করা হয় অটোনমি বিভাগে।

এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সুর কাটে অন্য জায়গায়। SSKM থেকে যখন তাঁর মরদেহ পৌঁছয় NT-1 স্টুডিওতে, যেখানে শেষশ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন তরুণবাবুর অসংখ্য গুণগ্রাহী, সেখানে শববাহী গাড়ি থেকে নামানোই হল না তাঁর মৃতদেহ।

যা নিয়ে বিতর্কের সূত্রপাত। টানাপোড়েন চলে অভিনেতা তথা সিপিএম নেতা দেবদূত ঘোষ ও পরিচালকের এক আত্মীয়র মধ্যে। জানা যায়, দেবদূত ঘোষ একেবারেই চাননি মরদেহ গাড়ি থেকে নামানো হোক, অন্যদিকে তরুণ মজুমদারের আত্মীয়র দাবি, পরিচালক নাকি নিজেই চেয়েছিলেন তাঁর প্রয়ানের পর অন্তত কিছুক্ষণের জন্য NT-1 স্টুডিওতে রাখা হোক তাঁকে।

সেই ইচ্ছাপূরণ হয়নি দেবদূত ঘোষকে মতো বামপন্থী কিছু অভিনেতার জন্য। প্রথমে মৃতদেহ স্টুডিওতে নামাতে বাধা, তারপর খুঁজেও পাওয়া যায়নি স্টুডিওতে তরুণ মজুমদারের ঘরের চাবি। যে ঘরে বসে একের পর এক কালজয়ী চিত্রনাট্য লিখেছেন পরিচালক।

সব মিলিয়ে এমন পরিস্থিতিতে হতাশ হয়েছেন পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে আসা অনুরাগীরা। এমনকী, শেষবারে মতো পরিচালককে চোখের দেখা দেখতে পারেননি অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর মতো বামপন্থী অভিনেত্রীও।আক্ষেপ ঝরে পড়ছে তাঁর গলা থেকেও।

আরও পড়ুন- India Team: শেফালি-স্মৃতির দুরন্ত ইনিংসের সুবাদে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় হরমনপ্রীতদের

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version