Tuesday, November 4, 2025

আলাদা তামিলনাড়ুর দাবি তুলতে কেন্দ্র যেন বাধ্য না করে: স্ট্যালিনের সামনেই সরব এ রাজা

Date:

তামিলনড়ুকে(Tamilnadu) আলাদা রাষ্ট্রের পুরানো দাবি ফের একবার উস্কে দিলেন তামিলনাড়ুর ক্ষমতাশালী দল ডিএমকের সাংসদ(DMK MP) এ রাজা(A Raja)। রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ওই সাংসদ জানালেন, যতদিন পেরিয়ার জীবিত ছিলেন তামিলনাড়ুকে আলাদা রাষ্ট্রের দাবিতে তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন। এরপরই তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের রাজ্যকে স্ব-শাসনের অধিকার দেওয়া হোক। যতদিন না তা মিলছে আমাদের লড়াই জারি থাকবে।

রবিবার তামিলনাড়ুর নমক্কলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ এ রাজা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। সেখানেই রাজা বলেন, যতদিন না তামিলনাড়ুতে আমাদের স্ব-শাসনের অধিকার দেওয়া হচ্ছে, ততদিন আমাদের লড়াই জারি থাকবে। এর পাশাপাশি তিনি আরও বলেন, আমরা তামিলনাড়ুতে ক্ষমতায় রয়েছি। আর এই মন্তব্য ক্ষমতায় থাকার দম্ভে বলছি না। পেরিয়র যতদিন জীবিত ছিলেন ততদিন আলাদা তামিলনাড়ুর দাবিতে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী আন্নাদুরাইয়ের পথ অনুসরণ করছেন।

এরপরই কেন্দ্রকে রীতিমতো সতর্ক করে ওই সাংসদ বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের বাধ্য করবেন না পেরিয়রের রাস্তা বেছে নিতে। এটা সত্যি যে আমরা আলাদা রাষ্ট্রের দাবি থেকে সরে এসেছি। কিন্তু এখন আমরা নিজ রাজ্যে স্ব-শাসনের দাবি জানাচ্ছি। আর যতদিন না তা মিলছে আমাদের লড়াই জারি থাকবে। তবে এ রাজা তাঁর বক্তব্যে আলাদা রাষ্ট্রের যে দাবি তুলে ধরেছেন তার জেরে ব্যপক বিতর্ক তৈরি হয়। তবে ওই সাংসদ যখন এই বক্তব্য পরিবেশন করছেন সেখানে খোদ মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন উপস্থিত থাকলেও এবিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, অবিজেপি রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরনের অভিযোগ নতুন নয়। বারবার এই অভিযোগে সরব হয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলি। স্বাধীনভাবে রাজ্যসকারকে কাজ করতে না দেওয়া, অকারণ কেন্দ্রীয় হস্তক্ষেপের জেরে মোদি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিরোধী রাজ্যসরকারগুলি। স্ব-শাসনের এই অধিকার থেকে তামিলনাড়ু সরকার বঞ্চিত বলে অভিযোগ উঠেছে বহুবার। যার জেরেই এবার কেন্দ্রের মোদি সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন ডিএমকে সাংসদ এ রাজা।


Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version