Thursday, November 13, 2025

দেশে আগুন ছড়াচ্ছে, কেন গ্রেফতার হবে না? নাম না করে নূপুরকে তীব্র আক্রমণ মমতার

Date:

এই ধরনের মানুষের নাম এড়িয়ে চলাই ভাল। দেশে আগুন ছড়াচ্ছে। তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হবে না? সোমবার, ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর মঞ্চে নুপুর শর্মার (Nupur Sharma) নাম না করে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঞ্চালকের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ধর্মের ভিত্তিতে মন্তব্য করে দেশে আগুন ছড়িয়েছেন। এখনও কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? এরপরেই বিজেপির (BJP) বিরুদ্ধে দেশ জুড়ে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করার অভিযোগে তোপ দাগেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

সঞ্চালককে মমতা প্রশ্ন করেন, “আপনি কি মনে করেন ন্যাশনাল প্ল্যাটফর্মে কারও নাম বলা উচিত? তাঁদের নাম এড়িয়ে চলাই ভাল। এটা একটা ষড়যন্ত্র এবং বিজেপির ঘৃণার রাজনীতি।” নুপুর শর্মা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, এটাই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। বাংলাদেশের ফেক ভিডিও দেখিয়ে বলা হয়েছে, সেটি পশ্চিমঙ্গের বলে মিথ্যাচার করার চেষ্টা করা হয়েছে। সেই সময়ও তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়।

মমতা প্রশ্ন তোলেন, কেন জাতপাতের রাজনীতি হবে? তৃণমূল এতে বিশ্বাস করে না। “আমরা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার। আমরা সমস্ত ধর্মের।”

এরপরেই সঞ্চালক মুখ্যমন্ত্রীকে রোদ্দুর রায় প্রসঙ্গে প্রশ্ন করেন। রোদ্দুরকে শুধু মমতার বিরুদ্ধে বলার জন্য গ্রেফতার করা হয়নি, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। স্যোশাল মিডিয়ায় কেউ কেউ ব্যক্তিগত আক্রোশ বশতঃ অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। বাংলায় কাউকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হয় না- মন্তব্য মুখ্যমন্ত্রীর।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version