Friday, August 29, 2025

আস্থা ভোটে জয়ী শিন্ডে শিবির, “৬ মাসও টিকবে না সরকার”, বার্তা পাওয়ারের

Date:

মহারাষ্ট্র(Maharashtra) বিধানসভায় সোমবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষা ছিল বিদ্রোহী একনাথ শিন্ডে(Eknath Shinde) শিবিরের। আর সেই পরীক্ষায় সসম্মানে উতরে গেল বিজেপি(BJP) ও বিক্ষুব্ধ শিবসেনার জোট। ম্যাজিক ফিগার এর চেয়েও অনেক বেশি ভোট পেল শিন্ডে শিবির। যদিও এই সরকারের আয়ু যে বেশিদিন নয় সোমবার সে কথা জানিয়ে দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। তাঁর স্পষ্ট বক্তব্য আগামী ৬ মাসের মধ্যে নবগঠিত এই সরকারের পতন হবে।

মহারাষ্ট্র বিধানসভায় আস্তা ভোটে জয়ী হতে গেলে প্রয়োজন ছিল ১৪৪ ভোটের। তবে ভোট শুরু হওয়ার পর দেখা যায় ম্যাজিক ফিগারের গণ্ডি টপকে ১৬৪ জন বিধায়কের ভোট পেয়েছে শিন্ডে শিবির। অন্যদিকে আস্থা ভোটের মুখেই নিজের পুরানো পদে ফিরেছেন একনাথ শিন্ডে। শিবসেনার পরিষদীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঠাকরে শিবিরের অজয় চৌধুরিকে, পরিবর্তে ওই আসন দেওয়া হয়েছে একনাথ শিন্ডেকে। সব মিলিয়ে বিজেপি ও শিবসেনা বিক্ষুব্ধদের দৌলতে আড়াই বছরের মাথায় পতন হল মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোটের সরকারের। যদিও নবনির্বাচিত এই সরকার যে বেশিদিন টিকবে না সে কোথাও এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এমসিপি প্রধান শরদ পাওয়ার।

এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিপি নেতা শরদ পাওয়ারকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমকে বলেন, “মহারাষ্ট্রে নবগঠিত সরকার পতন হতে পারে আগামী ছয় মাসের মধ্যে। তাই মধ্যবর্তী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।” ওই এনসিপি নেতা বলেন, “পাওয়ার বলেছেন যে অনেক বিদ্রোহী বিধায়ক যারা শিন্ডেকে সমর্থন করছেন তাঁরা বর্তমান ব্যবস্থায় খুশি নন। মন্ত্রীদের পোর্টফোলিও বণ্টন হয়ে গেলে তাদের অস্থিরতা বেরিয়ে আসবে। যা শেষ পর্যন্ত সরকারের পতন ঘটাবে।” পাওয়ার আরও উল্লেখ করেছেন যে এই ‘পরীক্ষার’ ব্যর্থতার ফলে অনেক বিদ্রোহী বিধায়ক তাঁদের আসল দলে ফিরে (উদ্ধব ঠাকরের শিবিরে) আসবে। শরদ নাকি বলেন, “যদি আমাদের হাতে মাত্র ছয় মাস থাকে, তাহলে এনসিপি বিধায়কদের তাঁদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে আরও বেশি সময় দেওয়া উচিত।”


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version