Saturday, November 8, 2025

নূপুরকে গ্রেফতারের দাবি, বিজেপি-জঙ্গি যোগের পর্দাফাঁসে বিচার বিভাগীয় তদন্ত চায় তৃণমূল

Date:

“নুপুর শর্মা এখনও গ্রেফতার হল না কেন? এখনই গ্রেফতার করা হোক বিজেপির মুখপাত্রকে। নূপুরের উস্কানিমূলক মন্তব্যের পর উদয়পুর ও জম্মুর ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে বিজেপির। ঘটনায় জড়িত জঙ্গিদের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা ও ছবি প্রকাশ্যে এসেছে। আজ, মঙ্গলবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা।” নূপুর শর্মা কাণ্ড ও তাকে কেন্দ্র করে উদয়পুরের পাশবিক ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন কুণাল ঘোষ-শশী পাঁজা।

কুণাল ঘোষ বলেন, “গভীর ষড়যন্ত্র করছে বিজেপি। আর্থিকভাবে দেশ যখন পিছিয়ে পড়েছে, মানুষের উপর চাপ বাড়ছে, তখন ধর্মীয় মেরুকরণ ও হিংসার রাজনীতি করে নজর ঘোড়ানোর চেষ্টা করছে বিজেপি। নুপুর শর্মার ঘটনা তার উদাহরণ। এরপর উদয়পুরের ঘটনা। তার জন্যই নারকীয় হত্যা হয়েছে। নুপূর শর্মা বিষ ঢাললেন। আর ভুগতে হচ্ছে দেশবাসীকে। দেশের জন্য যা ভয়ঙ্কর।”

কুণাল ঘোষের আরও সংযোজন, “নূপুর শর্মার উস্কানিমূলক বিবৃতির পর উদয়পুর কাণ্ডে ধৃত রিয়াজ আটারির সঙ্গে বিজেপির যোগ পাওয়া গিয়েছে। জম্মুতে এক জঙ্গিকে ধরা পড়েছে। জঙ্গি তালিব হোসেন একসময় ছিল বিজেপির আইটি সেলের প্রধান। রিয়াজ, তালিব হোসেনের মতো জঙ্গিদের ব্যবহার করে দেশে হিংসা ছড়াচ্ছে বিজেপি। নিজেরাই লোক মারছে, আর অন্যের নামে দোষারোপ করছে।”

এরপরই কুণাল ঘোষ ও শশী পাঁজা একযোগে নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি তোলেন। লস্করই তৈবার আঁতুরঘর কোথায়? তাঁদের কথায়, জঙ্গিদের সঙ্গে বিজেপির কী যোগ, আদালতের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণে স্বাধীন এবং বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

 

আরও পড়ুন- “মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চান মিঠুন চক্রবর্তী”, কেন এমন বললেন কুণাল?

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version