Sunday, May 4, 2025

বিদ্যুৎ সরবরাহের সামগ্রিক পর্যালোচনার নির্দেশ রাজ্যের, মিটার বক্স নির্দিষ্ট উচ্চতায় লাগানোর পরিকল্পনা

Date:

রাজ্যে পর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোর সামগ্রিক পর্যালোচনার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার, বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi), বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), বিদ্যুৎ দফতর, কলকাতা পুরসভা ও সিইএসসি (CESC) কর্তৃপক্ষ। বিদ্যুৎমন্ত্রী বলেন, কিছু মানুষের গাফিলতির জন্য এ ধরণের ঘটনা ঘটছে যা কখনওই মেনে নেওয়া হবে না। এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা দিনরাত রাস্তায় নেমে কাজ করছেন। কলকাতায় সিইএসসি ও পুরসভা এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের এলাকায় ওই সংস্থার কর্মীদের নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, বিপজ্জনক বিদ্যুতের খুঁটি, খোলা তার ইত্যাদি চিহ্নিত করতে পুলিশ ও বিদ্যুৎ দফতরকে নিয়মিত যৌথ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারিতে কোনওরকম গাফিলতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় হুকিং আটকাতে বিদ্যুৎ দফতর ও পুলিশকে অতর্কিতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যথাযথ আছে কি না কলকাতা পুরসভাকেও তা দ্বায়িত্ব নিয়ে দেখতে হবে বলে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দেন।

ল্যাম্পপোস্ট থেকেই মূলত একাধিক জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই পুরনো আলোগুলি ঠিকমতো রয়েছে কি না- তার নজরদারি চালানো প্রয়োজন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটার বক্স একটি নির্দিষ্ট উচ্চতায় লাগানোর জন্য দমকল ও বিদ্যুৎ দফতর একটি গাইডলাইন দেবে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে।

 

 

 

 

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version