Thursday, August 21, 2025

সেফ ড্রাইভ সেভ লাইফ: ৬ বছর পূর্তিতে সচেতনতার বার্তা মমতা-অভিষেকের

Date:

পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ২০১৬ সালে আজকের দিনে সেফ ড্রাইভ সেভ লাইফ(Safe Drive Save Life) প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সচেতনতা মূলক উদ্যোগের ৬ বছর পূর্তিতে রাজ্যবাসীকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প প্রসঙ্গে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ দিবস। এই কর্মসূচীর উদ্দেশ্য ছিল মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা মানুষকে নিরাপদভাবে গাড়ি চালাতে উদ্ধুব্ধ করা। এবং প্রত্যেকের জন্য রাস্তাকে নিরাপদ করে তোলা।” মুখ্যমন্ত্রীর এই পোস্টে কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ কেউ লিখেছেন, রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের ফলে দুর্ঘটনার হার অনেকটা কমেছে। প্রচুর মানুষ সচেতন হয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সচেতনতার বার্তা দিয়ে একটি পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে অভিষেক লেখেন, আজকের দিনে আমরা মানুষের পথ নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। পথ নিরাপত্তার এই উদ্যোগ আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনেও।

উল্লেখ্য, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা মূলক প্রচার। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল, পথ দুর্ঘটনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান, মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা, ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করা। এই প্রকল্পে সচেতনতার অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গ পুলিশ ও পরিবহন দপ্তর।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version