Thursday, August 28, 2025

ক্যানিং কাণ্ডে প্রথম গ্রেফতার, ধৃত আফতাফউদ্দিন লোকেশন পৌঁছে দিচ্ছিল আততায়ীদের কাছে!

Date:

দক্ষিণ ২৪ পরগনার (Sourh 24 pargana) ক্যানিংয়ে (Canning) দিনদুপুরে সকলের সামনে ৩ তৃণমূল (TMC) নেতা-কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এরপরই উচ্চপর্যায়ের তদন্তে নামে পুলিশ প্রশাসন। পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের আগেই দুই মহিলা-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এবার প্রথম গ্রেফতার। ধৃতের নাম আফতাফউদ্দিন। কুলতলি (Kultali) থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও নিহতদের পরিবারের FIR-এ নাম ছিল না এই আফতাফউদ্দিনের। কিন্তু তদন্তে নেন পুলিশ জানতে পারে ধৃত আফতাফউদ্দিনই আততায়ীদের কাছে নিহত তৃণমূল নেতা স্বপন মাজি ও তাঁর দুই সঙ্গীর কারেন্ট লোকেশন পৌঁছে দিচ্ছিল। এই হত্যার ঘটনায় গোয়েন্দারা ঠাণ্ডা মাথায় খুনের চক্রান্ত খুঁজে পেয়েছেন।

জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই তৃণমূল নেতাকে খুনের ছককষা হচ্ছিল। সেই পরিকল্পনা মাফিক দুষ্কৃতীদের আগেই ক্রাইম স্পটে পৌঁছয় আফতাফউদ্দিন। সে একটি বাইকে করে স্বপন মাজিদের বাইকে খুব কাছ থেকে ফলো করছিল।এবং আততায়ীদের লোকশন জানাচ্ছিল। এরপরই হামলা চালায় দুষ্কৃতীরা।

আজ, শনিবারই ধৃত আফতাফউদ্দিনকে আদালতে পেশ করবে পুলিশ। তাকে হেফাজতে চাওয়া হবে। তারপর আফতাফউদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। এই ষড়যন্ত্রে আরও বেশ কয়েকজন সামিল ছিল বলে সন্দেহ পুলিশের। আফতাফউদ্দিনকে জেরা করে বাকিদের যাচ্ছে পৌঁছতে চাইছে তদন্তকারীরা।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version