Monday, August 25, 2025

স্টেশনের উদ্বোধন নিয়েও রাজনৈতিক প্রতিহিংসা কেন্দ্রের! মমতাকে আড়ালে রেখে শিয়ালদহে মেট্রো চালু: ফিরহাদ

Date:

শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়েও রাজনৈতিক প্রতিহিংসা। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাদ দিয়ে উদ্বোধনের ষড়যন্ত্র কেন্দ্রের। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই এই ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) প্রকল্পের রূপয়ানে তৎপর হন। কিন্তু তাঁকেই আড়ালে রেখে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করতে চলেছে কেন্দ্র। রীতিমতো পরিকল্পনা করেই এই ঘৃণ্য কাজ করছে কেন্দ্রের মোদি সরকার। বেছে বেছে এমন একটা দিনকে মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের জন্য বেছে নেওয়া হল যেদিন শহরে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার পর মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর অভিযোগ, পুরোটাই ইচ্ছাকৃত ও পরিকল্পনামাফিক করা হয়েছে। ওই সময় মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকবেন। সেই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সেটা জেনেই সোমবার ১১ জুলাই মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন হতে চলেছে। অথচ দেশের প্রাক্তন রেলমন্ত্রী হিসেবে এই প্রকল্প রূপায়ণে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যেপাধ্যায়। তাঁর তৎপরতায় চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো। রেলমন্ত্রী হিসেবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে তাঁর অবদান অস্বীকার করা যাবে না। কিন্তু শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে তিনিই বাদ।

এর আগে তিন তিনবার ডেডলাইন ফেল করার পর শনিবারই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানান হয়েছে, কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মেলার পর ১১ জুলাই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। তবে সোমবার উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা ওইদিন থেকে শুরু হচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, ১৪ জুলাই থেকে সাধারণ যাত্রী পরিষেবা শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে। ফলে আগামী সপ্তাহ থেকেই নিত্যযাত্রীরা শিয়ালদহ থেকে ফুলবাগান, সল্টলেক হয়ে সেক্টর ফাইভ পৌঁছতে পারবেন মেট্রোতেই। তবে, এই অনুষ্ঠান নিয়ে কেন্দ্রের এই রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের তীব্র নিন্দা হয়েছে সব মহলে।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version