Novak Djokovic: উইম্বলডন ফাইনালে জোকোভিচ

ম‍্যাচের ফলাফল  ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। এই জয়ের ফলে রজার ফেডেরারকে টপকে গেলেন জোকোর।

0
2

উইম্বলডন (Wimbledon) ফাইনালে প‍ৌঁছে গেলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। শুক্রবার সেমিফাইনালে আড়াই ঘন্টার লড়াইয়ে জোকার হারালেন ব্রিটেনের ক্যামেরন নরিকে। ম‍্যাচের ফলাফল  ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। এই জয়ের ফলে রজার ফেডেরারকে টপকে গেলেন জোকোর। ফাইনালে ওঠায় এই নিয়ে জোকোভিচ অষ্টম বার উইম্বলডন ফাইনাল খেলতে নামবেন।

এদিন ম্যাচের শুরুতেই কিন্তু চমকে দেয় নরি। ভেঙে দেয় জোকোভিচের সার্ভিস। এই সেটে এর পরে দাপট দেখায় নরিই। দ্বিতীয় সেটে নরি আরও চেপে ধরবে জোকোভিচকে, ঠিক তখনই ছন্দে ফিরতে দেখা যায় ছ’বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে।

আগামী রবিবার উইম্বলডনের সেন্টার কোর্টে ২১তম গ্র্যান্ড স্ল্যাম এবং সপ্তম উইম্বলডন ট্রফির লক্ষ্যে নামবেন জোকোভিচ। খেলবেন অস্ট্রেলিয়ার নিক কিরিয়সের বিরুদ্ধে। যাঁকে এখনও পর্যন্ত দু’টি সাক্ষাতে একবারও হারাতে পারেননি সার্বিয়ার তারকা। স্বাভাবিক ভাবে বাড়তি চাপ থাকবে জোকোভিচের উপর।