Wednesday, August 27, 2025

উল্টোরথে মন্দিরে ফিরলেন জগন্নাথদেব, মাহেশের রথ দেখতে জিটি রোডের ধারে ভক্তদের ঢল

Date:

আট দিন পরে মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথদেবের। যেদিন মাসির বাড়ি গিয়েছিলেন সেদিন থেকেই সেখানে মন্দিরে চলতে থাকে পূজার্চনা। আটদিন মাসির বাড়ি কাটিয়ে এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফেরার পালা। তিথি মেনে সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো। বিকেল চারটে নাগাদ হাজার হাজার মানুষের উপস্থিতিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মূল মন্দিরের দিকে যাত্রা করেন।

এদিনের এই উল্টো রথ উপলক্ষে মাহেশের (Mahesh) মাসির বাড়ি থেকে লক্ষ্মী ঘাটে জগন্নাথদেবের মন্দির পর্যন্ত জিটি রোডের (GT Road) দুধার ছিল জনাকীর্ণ। ‘জয় জগন্নাথ’ ধ্বনির মধ্যে দিয়ে যখন জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে নিয়ে রথ এগিয়ে যাচ্ছিল। দেড় কিলোমিটার পথ পেরিয়ে সন্ধে ছটার নাগাদ তিন বিগ্রহ ফিরে যায় মহেশের মূল মন্দিরে। গত শুক্রবার রথযাত্রা দিন এই তিন ভাই বোন মাহেশের জগন্নাথ মন্দির থেকে রথে চড়ে দেড় কিলোমিটার দূরবর্তী মাসির বাড়িতে গিয়েছিলেন। আট দিন তাঁরা অধিষ্ঠিত ছিলেন মাসিরবাড়ির রত্নবেদিতে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন মাসির বাড়িতে। শনিবার শেষ দিনে সকাল থেকে বহু ভক্ত সমাগম হয় মাসির বাড়িতে। রথযাত্রা উপলক্ষ্যে জিটি রোডের ২ধারে এবং মাহেশ স্নান পিড়ি মাঠে বসেছে বিশাল মেলা। চলবে একমাস। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেলায় যান। মহেশের রথযাত্রার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এখানে আগত লক্ষ লক্ষ মানুষকে তিনি যেমন ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসনকে।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version