আট দিন পরে মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথদেবের। যেদিন মাসির বাড়ি গিয়েছিলেন সেদিন থেকেই সেখানে মন্দিরে চলতে থাকে পূজার্চনা। আটদিন মাসির বাড়ি কাটিয়ে এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফেরার পালা। তিথি মেনে সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো। বিকেল চারটে নাগাদ হাজার হাজার মানুষের উপস্থিতিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মূল মন্দিরের দিকে যাত্রা করেন।
এদিনের এই উল্টো রথ উপলক্ষে মাহেশের (Mahesh) মাসির বাড়ি থেকে লক্ষ্মী ঘাটে জগন্নাথদেবের মন্দির পর্যন্ত জিটি রোডের (GT Road) দুধার ছিল জনাকীর্ণ। ‘জয় জগন্নাথ’ ধ্বনির মধ্যে দিয়ে যখন জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে নিয়ে রথ এগিয়ে যাচ্ছিল। দেড় কিলোমিটার পথ পেরিয়ে সন্ধে ছটার নাগাদ তিন বিগ্রহ ফিরে যায় মহেশের মূল মন্দিরে। গত শুক্রবার রথযাত্রা দিন এই তিন ভাই বোন মাহেশের জগন্নাথ মন্দির থেকে রথে চড়ে দেড় কিলোমিটার দূরবর্তী মাসির বাড়িতে গিয়েছিলেন। আট দিন তাঁরা অধিষ্ঠিত ছিলেন মাসিরবাড়ির রত্নবেদিতে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন মাসির বাড়িতে।