Friday, November 14, 2025

Lalan Kumar: বেতন ফেরত নয়, মিডিয়াকে দোষারোপ করে পাল্টি খেলেন প্রফেসর 

Date:

কলেজে ছাত্র নেই তাই তিনি অধ্যাপকের (Professor) দায়িত্ব পালন করতে পারেননি। অতএব ৩৩ মাসের বেতন নেওয়ার কোনও যুক্তি হয় না, ঠিক এমন যুক্তিতেই নিজের বেতন ফেরত দিতে চেয়ে শিরোনামে এসেছিলেন মুজফ্ফরপুরের নীতিশ্বর কলেজের (Nitishwar College) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লালন কুমার ( Lalan Kumar)। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল। নিজের করা মন্তব্য থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে সরে গিয়ে কাঠগড়ায় তুললেন মিডিয়াকে (Media)।

৩৩ মাসের বেতন প্রায় ২৩.৮০ লাখ টাকা ফেরৎ দিতে চেয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লালন কুমার। কারন ছাত্র না থাকায় তিনি নাকি পড়াতে পারেননি। কিন্তু আচমকাই তাঁর সিদ্ধান্ত বদল। এখন তিনি বলছেন, “কয়েকজন সিনিয়রের সঙ্গে আলোচনা করে দেখলাম আমার এটা করা উচিত নয়। বিশ্ববিদ্যালয় ও কলেজের যে নিয়ম রয়েছে সেই অনুসারেই কাজ করা দরকার। আবেগের বশে কিছু করা উচিত নয়।” লালন কুমার জানাচ্ছেন, তিনি ৬ বার বদলির জন্য আবেদন করেছিলেন কিন্তু কাজ হয়নি। তিনি প্রাথমিকভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে বেতনের চেক ফেরত দিতে চেয়েছিলেন। তবে এখন স্বেচ্ছায় লিখিত ও মৌখিক সব ইচ্ছা তুলে নিচ্ছেন তিনি। এখানেই শেষ নয়, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দোষ চাপাচ্ছেন মিডিয়ার ঘাড়ে। লালন কুমার এখন জানাচ্ছেন যে তিনি নাকি বলেছিলেন ক্লাসে হাজিরা অত্যন্ত কম। আর মিডিয়া লিখে দিয়েছে হাজিরা একেবারে শূন্য। এতে প্রতিষ্ঠান সম্পর্কে ভুল বার্তা গিয়েছে। তবে রেজিস্ট্রার ওই অধ্যাপকের চেক ফেরৎ নিতে চাননি। সুতরাং নিজের বেতনের টাকা ফেরত দিচ্ছেন না অধ্যাপক, এবার সেটা মিডিয়ার সামনেই স্পষ্ট করে দিলেন।


Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version