Wednesday, November 12, 2025

আগে জানলে সমর্থন করা যেত: রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী প্রসঙ্গে যশবন্ত

Date:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র তরফে প্রার্থী করা হয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে(Draupadi Murmu)। অন্যদিকে ১৭ বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে মনোনীত অভিজ্ঞ রাজনীতিক, প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা(Yashbant Sinha)। তবে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা জানিয়ে দিলেন, আগে জানা থাকলে এনডিএ’র(NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই(Draupadi Murmu) সর্বসম্মতিক্রমে প্রার্থী করা যেতে পারত।

সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের। দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাঁর জয়ের সম্ভাবনা বেশি।” বাংলার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের রেশ ধরেই এদিন যশবন্ত সিনহা বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছি। রাষ্ট্রপতি পদের জন্য সর্বসম্মতভাবেই প্রার্থীর নাম ঘোষণা করা যেতে পারত। আমি অতীতেও বলেছি রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হওয়া উচিত নয়। সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি বেছে নেওয়া উচিত। সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য নির্বাচনের দায় পুরোপুরিভাবে শাসকদলের।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে এনডিএ-র তরফ থেকে শুরু থেকে কোনও শব্দ উচ্চারণ করা হয়নি। যদিও সর্বসম্মতিতে প্রার্থী করার জন্য বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজনাথ সিং। কিন্তু প্রার্থী কাকে করা হবে সে বিষয়ে জানতে চাওয়া হলেও কিছু জানাতে চাননি তিনি। এই অবস্থায় বিরোধীদের তরফে প্রার্থী করা হয় যশবন্তকে। তবে এই পরিস্থিতিতে খোদ বিরোধী প্রার্থী যশবন্ত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাংশের দাবি, বিজেপি আগে প্রার্থীর নাম জানালে সর্ব সম্মতিতে প্রার্থী দিতে আপত্তি থাকত না তাঁদের।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version