Wednesday, November 12, 2025

আগে জানলে সমর্থন করা যেত: রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী প্রসঙ্গে যশবন্ত

Date:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র তরফে প্রার্থী করা হয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে(Draupadi Murmu)। অন্যদিকে ১৭ বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে মনোনীত অভিজ্ঞ রাজনীতিক, প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা(Yashbant Sinha)। তবে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা জানিয়ে দিলেন, আগে জানা থাকলে এনডিএ’র(NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই(Draupadi Murmu) সর্বসম্মতিক্রমে প্রার্থী করা যেতে পারত।

সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের। দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাঁর জয়ের সম্ভাবনা বেশি।” বাংলার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের রেশ ধরেই এদিন যশবন্ত সিনহা বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছি। রাষ্ট্রপতি পদের জন্য সর্বসম্মতভাবেই প্রার্থীর নাম ঘোষণা করা যেতে পারত। আমি অতীতেও বলেছি রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হওয়া উচিত নয়। সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি বেছে নেওয়া উচিত। সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য নির্বাচনের দায় পুরোপুরিভাবে শাসকদলের।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে এনডিএ-র তরফ থেকে শুরু থেকে কোনও শব্দ উচ্চারণ করা হয়নি। যদিও সর্বসম্মতিতে প্রার্থী করার জন্য বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজনাথ সিং। কিন্তু প্রার্থী কাকে করা হবে সে বিষয়ে জানতে চাওয়া হলেও কিছু জানাতে চাননি তিনি। এই অবস্থায় বিরোধীদের তরফে প্রার্থী করা হয় যশবন্তকে। তবে এই পরিস্থিতিতে খোদ বিরোধী প্রার্থী যশবন্ত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাংশের দাবি, বিজেপি আগে প্রার্থীর নাম জানালে সর্ব সম্মতিতে প্রার্থী দিতে আপত্তি থাকত না তাঁদের।


Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version