Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের পথে যুবক

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে কৃতজ্ঞতা জানাবেন। রোদ-ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শংকর ভট্টাচার্য।পরনে সাদামাটা একটা টি-শার্ট। আর তার বুকে মুখ্যমন্ত্রীর ছবি। যেখানে লেখা  “বীরনগরী অঞ্চল তৃণমূলের সৈনিক।” এইভাবেই গত ২৫ দিন ধরে ধরে জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে আপাতত রানাঘাটে পৌঁছেছেন তিনি।


আরও পড়ুন:চার মাসের জেল ও দু’হাজার টাকা জরিমানা! বিজয় মাল্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের


কিন্তু কেন পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চান শংকর? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও ডুয়ার্সের প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে কালীঘাটে যাচ্ছি। একটিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই। জলপাইগুড়ি ও ডুয়ার্সের মানুষ কতটা উপকৃত সে বিষয়ে তাঁকে অবহিত করতে।’শুধু তাই নয়, তিনি বলেন, ‘ডুয়ার্স থেকে আমি মাটি নিয়ে এসেছি। সেই মাটি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব।তাঁর কাছে আবেদন করব, কোনওভাবেই যেন ডুয়ার্স ভাগ না হয়ে যায়, তা যেন তিনি নিশ্চিত করেন।’


গত ১৫ জুন ডুয়ার্স থেকে যাত্রা শুরু করেন ডুয়ার্স নিবাসী শংকর ভট্টাচার্য।শনিবার রানাঘাটে পৌঁছন তিনি। রানাঘাট শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। এখন শংকরের প্রতীক্ষা কখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। রবিবার সকালেই ফের কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন ।

 


Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version