Sunday, August 24, 2025

আগামিকাল ধূপগুড়িতে অভিষেক, অধীর অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা

Date:

ফের উত্তরবঙ্গ সফরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, ধূপগুড়িতে (Dhupguri) সভা তৃণমূল সাংসদের। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। সোমবার, সভাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সঙ্গে ছিলেন ধুপগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার, জলপাইগুড়ির ডিএসপি, সহ বিভিন্ন থানার আইসিরা।

মাঠ-সহ প্রতিটি প্রবেশ পথ খুঁটিয়ে দেখেন পুলিশ সুপার (Police Super)। পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বৈঠক ও করেন তিনি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ (Police) কর্মীদের বিভিন্ন নির্দেশ দেন।

এদিকে ধূপগুড়ি পুরসভার মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভাকে ঘিরে ব্যাপক উন্মাদনা কর্মী-সমর্থকদের মধ্যে। দফায় দফায় দলের বিভিন্ন স্তরের নেতারা সভাস্থল পরিদর্শন করেন। এদিনই বিকেলে সভাস্থলে যান জলপাইগুড়ির তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ। ছিলেন তৃণমূলের জলপাইগুড়ির চেয়ারম্যান খগেশ্বর রায়, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইভান দাস-সহ অন্যান্য নেতারা। পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তাঁরা। পাশাপাশি, দলের কর্মীদের সভা সফল করার জন্য আহ্বান জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন প্রত্যেকেই তাকিয়ে আছেন তার দিকে।

আরও পড়ুন- সোনিয়া গান্ধীকে ফের তলব করল ইডি

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version