Sunday, August 24, 2025

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, থানায় আত্মসমর্পণ স্বামীর

Date:

সংসারে ঝগড়া লেগেই থাকত। বেশ কয়েকদিন ধরে দাম্পত্য কলহ একটু বেশি মাত্রায় চলছিল। এদিন সেই ঝগড়া এমন চরমে ওঠে যে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বসে স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আয়েশবাগ থানা এলাকায়। এরপর স্থানীয় থানায় নিজেই আত্মসমর্পণ কর স্বামী।


আরও পড়ুন:আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে


পুলিশ সূত্রের খবর, গত ছ’বছর আগে মুর্শিদাবাদের পিন্টু ও রুম্পা সর্দারের মধ্যে বিবাহ হয়।  তাঁদের একটি পুত্র ও একটি কন্যা সন্তানও আছে। স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে দম্পতির মধ্যে নানা কারণ নিয়ে অশান্তি লেগে ছিল। এমনকি দিন কয়েক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলেও গিয়েছিলেন রুম্পা।পরে বারবার রুম্পাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ফিরতে চাননি স্ত্রী। একদিন রুম্পার বাপের বাড়িতে গিয়ে চড়াও হয় পিন্টু। সেখানেই গোল বাঁধে। পিন্টুর হাত থেকে বাঁচতে পালিয়ে যান রুম্পা। তাঁকে ধাওয়া করে ধারালো অস্ত্র তাঁর উপর চালিয়ে দেয় পিন্টু।


তবে ভয়াবহ ঘটনা ঘটার পর নিজেই হকচকিয়ে যান স্বামী। নিজেই থানায় গিয়ে ঘটনার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। এমনকী অস্ত্রও তুলে দেন পুলিশের হাতে।  রুম্পার পরিবার সূত্রে খবর, এই ঘটনায় জখম হয়েছেন রুম্পার ভাই প্রসেনজিৎ মাল। দিদিকে বাঁচাতে গিয়ে জামাইবাবুর ক্ষোভের মুখে পড়ে যান তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

 


Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version