ফের দুর্ঘটনার(Accedent) কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari) কনভয়। সোমবার রাত ১১ টা নাগাদ কালিকাপুর(Kalikapur) এলাকায় শুভেন্দুর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে লরির ড্রাইভারকে আটক করেছে সার্ভে পার্ক(Sarvey park) থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে লরিটিকেও।
জানা গিয়েছে, সোমবার রাতে কালিকাপুর থেকে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তখন কনভয়ের পিছনের দিকে থাকা একটি পুলিশের গাড়িতে পাশাপাশি ধাক্কা মারে একটি লরি। ঘটনার পুলিশের গাড়ির লুকিং গ্লাসটি ভেঙে যায়। এরপর কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীরা আটক করে লরিটিকে। সার্ভে পার্ক থানার পুলিশও আসে ঘটনাস্থলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। লরির চালক রাম নারায়ণ রামকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আরও একবার দুর্ঘটনার মুখে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। ১ জুলাই কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে মারিশদার কাছে দুর্ঘটনা ঘটে। তবে বিরোধী দলনেতার গাড়িতে ধাক্কা লাগেনি। কনভয়ের যে গাড়িটিতে সেনা-বাহিনীর জওয়ানরা ছিলেন, সেই গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাকে।