Thursday, November 13, 2025

Darjeeling: নতুন শিল্পশহর, পানীয় জল-যানজট সমস্যার সমাধান-সহ একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অনেকদিন পর নির্বাচিত জিটিএ গঠন দার্জিলিঙে আর মঙ্গলবার তার শপথ গ্রহণ অনুষ্ঠানেই পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ং (Darjeeling-Kalimpong)-সহ পাহাড়ের উন্নয়নে দ্রুত পরিকল্পনা রুপায়নের বার্তা দেন মমতা (Mamata Banerjee)।

জলের সমস্যা দার্জিলিং সহ পাহাড়ে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী বলেন অনেক সময় জল থাকলেও তা পান করার উপযুক্ত হয় না। এ প্রসঙ্গে চেন্নাই-এর উদাহরণ দেন মমতা। পাহাড়ে ঝরনার জলকে কীভাবে সংরক্ষণ করে তা ব্যবহার করা যায়- তার নানা পন্থা বাতলে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ঝরনার জল অত্যন্ত উপকারী। সেই জলই বোতলে ভরে চড়া দামে বিক্রি করে বহুজাতিক সংস্থাগুলি। এবার ঝরনার জল পানের উপযোগী করে বটলিং প্ল্যান্ট করার ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-এর মধ্যে রাজ্যের সব বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছবে।

দার্জিলিংয়ের আর এক সমস্যা পার্কিং-এর। যার জেরে দীর্ঘ যানজটে আটকে যায় পাহাড়ি পথ। এই সমস্যার সমাধানের দাবি বেশ কিছুদিন ধরে জানিয়েছিলেন জিটিএ-র নবনির্বাচিত চেয়ারম্যান অনীত থাপা। On the way পার্কিংয়ের ব্যবস্থা করার কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, একজন জমি দিতে প্রস্তুত। দার্জিলিং-এ ২০০ একর জমিতে নতুন শহর হতে পারে। সেটি হবে শিল্পশহর। সেখানে বিজনেস হাব হবে, হবে শপিংমল-হোটেল-রেস্তোরাঁ। মমতা বলেন, “পাহাড়ে শান্তি বজায় থাকলে আইটি ইন্ডাস্ট্রিকে আমি আবেদন করব, এখানে আইটি হাব গড়ার জন্য। সারা বিশ্বের সঙ্গে পাহাড়ের ছেলেমেয়েদের যোগাযোগ হবে।”

যেহেতু মিরিক ভূমিকম্প প্রবণ এলাকা। তার জন্য আলাদা পরিকল্পনা করে ইকো-ট্যুরিজম করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, গত ১০ বছরে GTA-কে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।কার্শিয়ং থেকে রোহিণী পর্যন্ত রোপওয়ের কাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি রুখতে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মংপোতে হিল ইউনিভার্সিটি হবে বলে জানান মমতা। একইসঙ্গে দার্জিলিং হিল ইউনিভার্সিটি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। জব ফেয়ারের অধীন রাজ্যে ৩০ হাজার যুবক-যুবতী শীঘ্রই চাকরি পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

পাহাড়ের পর্যটনের নয়া দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লামা হাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হোমস্টে-র ব্যবস্থা রয়েছে পাহাড়ে। এবার আইন মেনে চা বাগানে Homestay করার পরিকল্পনা করছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বাগডোগরায় আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করা হবে। পাহাড়ের মহিলারা বাণিজ্যিকভাবে গাড়ি চালাতে চাইলে বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...