Saturday, May 3, 2025

করোনা (Corona)নিয়ে নিশ্চিন্ত হওয়ার কোনও উপায় নেই। তারই মাঝে সামান্য স্বস্তি, টানা চারদিন à§§à§® হাজারের উপরে থাকার পর দৈনিক আক্রান্তের সংখ্যা পরপর দু’দিন থাকল ১৬ হাজারের ঘরে। যদিও সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা নিয়ে এখনই উদ্বেগ কাটছে না। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও খানিকটা স্বস্তির।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬১৫ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩১ হাজার ৪৩ জন।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৬৫ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ।সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।

বাংলায় কমছে না করোনা উদ্বেগ। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫৩ হাজার ৬২৬। মোট মৃত্যু হয়েছে জনের ২১ হাজার ২৪৬। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৭ জন। রাজ্যে পজিটিভিটি রেট ২১.২৯ শতাংশ। রবিবারের হিসেব অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬২ জন। মৃতের সংখ্যা ৪। গতকাল পজিটিভিটি রেট ছিল ১৭.৩৬ শতাংশের কাছে।এদিকে স্বাস্থ্য দফতরের দৈনিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে রাজ্যে হুহু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হাজার ২০ জন। অর্থাৎ প্রায় ৯ গুণ। আর জুলাইয়ের প্রথম ১০ দিনেই আক্রান্তের সংখ্যা ২২ হাজার পেরিয়ে গেছে। করোনার সংক্রমণ রুখতে বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই দেশে ১৯৯ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।


Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version