Tuesday, August 26, 2025

এনডিএ-র রাষ্ট্রপতি পদে মনোনিত হওয়ার পর সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ফোন করেছিলেন দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। মমতাও জানিয়েছিলেন আগে জানলে সমর্থনের বিষয়ে ভেবে দেখতেন তিনি। এবার কলকাতায় এসে বিজেপির বিধায়ক সাংসদের সঙ্গে সাক্ষাত পর্বে বক্তব্য শেষে এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী(Presidencial Candidate) দ্রৌপদী মুর্মুর গলায় শোনা গেল ‘জয় বাংলা'(Jay Bangla) স্লোগান। দ্রৌপদী মুর্মুর মুখে এই স্লোগান শুনে কার্যত ‘বিমর্ষ’ হয়ে পড়ল আমরা-ওরায় বিভক্ত বঙ্গ বিজেপি(BJP)।

মঙ্গলবার কলকাতার হোটেলে রাজ্য বিজেপির নির্বাচিত সাংসদ ও বিধায়কদের সঙ্গে সাক্ষাত করেন দ্রৌপদী মুর্মু। সেখানেই তিনি বলেন, “আমি মনে করি বাংলার হৃদয় অনেক বড়, ২৯৪ জন বিধায়কই আমাকে ভোট দেবেন।” নিজের বক্তব্য শেষ করার পর স্লোগান দিয়ে তিনি বলেন, ভারত ‘মাতা কি জয়’, ‘জয় ভারত’ এবং ‘জয় বাংলা’। মুর্মুর মুখে এই স্লোগান শুনে কিছুটা চমকে ওঠেন সেখানে উপস্থিত বিজেপি নেতৃত্বরা। নেতাদের মধ্যে শুরু হয় গুঞ্জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে রাজ্য বিজেপি নেতারা বিরোধিতায় সরব হলেও, রাষ্ট্রপতি পদপ্রার্থীর মুখে এই স্লোগান শুনলেও তাঁর ভুল ভাঙাতে দেখা যায়নি কাউকে। বরং বঙ্গ বিজেপিকে একটু হতাশই দেখায়।

উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জনসভার শেষে এই স্লোগান তোলেন। যা নিয়ে বিজেপির আপত্তি কম নেই। তাঁদের অভিযোগ এটা বাংলাদেশের স্লোগান। এবং এই স্লোগান ব্যবহার করে রাজ্যকে বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে। যদিও বিজেপির এই ঘৃণ্য রাজনীতি মানুষের মধ্যে কোনও প্রভাব ফেলেনি। বরং তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিজেপিও ব্যর্থতা মেনে নিয়ে এবিষয়ে আর কথা বাড়ায়নি। এবার রাজ্যে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যত সেই বিজেপির মুখেই কালি মাখালেন এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু।


Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version