Tuesday, August 26, 2025

মুর্মুর বৈঠকে মুখ পুড়ল বিজেপির, অনুপস্থিত একাধিক বিজেপি সাংসদ ও বিধায়ক

Date:

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) শহরে পা রেখেন। আর মুর্মুর সামনে শক্তি প্রদর্শন করতে গিয়ে কার্যত মুখ পুড়ল বঙ্গ বিজেপির(BJP)। খাতায় কলমে বিজেপির (BJP)৭৭ বিধায়কের (MLA) মধ্যে এদিন রাষ্ট্রপতি প্রার্থীর বৈঠকে যোগ দিলেন মাত্র ৬৫ জন। শুধু তাই নয়, বিধায়কদের পাশাপাশি একাধিক সাংসদও এদিনের বৈঠকে মুর্মুর ধার মাড়ালেন না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো লজ্জার মুখে পড়তে হল গেরুয়া শিবিরকে।

সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) বাসভবনে শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার সকালে রাজ্যে প্রচার শুরু করেন দ্রৌপদী মুর্মু। এরপর বিজেপির সব বিধায়কও সাংসদদের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল তাঁর। আর সেখানেই তাল কাটল। দেখা গেল বৈঠকে অনুপস্থিত রয়েছেন একাধিক বিধায়ক ও সাংসদ। খাতায় কলমে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ জন। তবে তাদের মধ্যে ৭ জন ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। বাকি ৭০ জনের মধ্যে আমন্ত্রিত ছিলেন ৬৮ জন। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে অসুস্থতার জন্য এই বৈঠকে ডাকা হয়নি। এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংয়ের (Arjun Singh) ছেলেকেও বৈঠকে ডাকা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত ৬৮ জনকেও একজোট  করতে পারল না গেরুয়া শিবির। উপস্থিত হলেন মাত্র ৬৫ জন। এই অনুপস্থিত বিধায়কদের তালিকায় ছিলেন, পাহাড়ের দুই বিধায়ক নীরজ জিম্মা, বিষ্ণুপ্রসাদ শর্মা এবং মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী।

আর এখান থেকেই সন্দেহ উঁকি দিতে শুরু করেছে। রাজনৈতিক মহলের অনুমান, জিটিএ (GTA) নির্বাচনের পর পাহাড়ে যেভাবে তৃণমূল তথা অনীত থাপার দলের জনপ্রিয়তা বেড়েছে তাতেই পাহাড়ের দুই বিধায়ক অনুপস্থিত থেকেছেন বলে মনে করা হচ্ছে। এবং মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী সাম্প্রতিক সময়ে একাধিকবার বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরেছেন সিএএ ইস্যুতে। যার জেরেই তাঁর অনুপস্থিতি বলে মনে ওরা হচ্ছে। অন্যদিকে, দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার অনুপস্থিতি ছিলেন এদিনের বৈঠকে। যার জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে দ্রৌপদী মুর্মুর সমর্থনে আদৌ সব বিধায়করা ভোট দেবেন কিনা তা নিয়ে।


Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version