Sunday, August 24, 2025

মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করবে রাজ্য সরকারই: পাহাড় থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip) মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করবে রাজ্য সরকারই। পাহাড় থেকেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ফের সরব মমতা। সেতু তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকড়িকে বারবার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্য বিজেপির (BJP) একাংশের বিরোধিতার কারণে কেন্দ্র আজও সেতু তৈরির বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ মমতার।

গঙ্গাসাগরে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। কারণ, মুড়িগঙ্গা নদীর নাব্যতা কমার জন্য বছরভর ড্রেজিং করার পরেও দিনভর ভেসেল পরিষেবা চালানো যায় না। জোয়ার-‌ভাঁটার উপর নির্ভর করে ভেসেল যাতায়াত করে। ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সাগর ব্লকে প্রায় ২ লক্ষ মানুষের বাস। এছাড়া কপিলমুনি মন্দির থাকায় মকর সংক্রান্তিতে প্রায় ৫০ লক্ষ মানুষ এই দ্বীপে যান। বছরভর পুণ্যার্থীরা যাতায়াত করেন। সেজন্যই এই সেতু অপরিহার্য। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচার শুরুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গঙ্গাসাগর এসেছিলেন। গঙ্গাসাগরে পরিকাঠমো উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু ভোটে হারার পর সেই প্রতিশ্রুতি তিনি আর রক্ষা করেননি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেতু তৈরির ঘোষণার পর সাগর, কাকদ্বীপের মানুষ আশার আলো দেখছেন।

আরও পড়ুন- কাঁথি পুরসভার পথবাতি কেলেঙ্কারি: নাম জড়ালো অধিকারী পরিবারের

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version