Tuesday, August 26, 2025

ইস্তফা দেওয়ার আগেই স্ত্রীকে নিয়ে দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Date:

কথা রাখলেন না। বুধবার ইস্তফা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই স্ত্রীকে নিয়ে কার্যত পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন তিনি?


আরও পড়ুন: NASA: আনুমানিক ১৩৮০ কোটি বছর আগের ব্রহ্মাণ্ডের ছবি ধরা পড়ল টেলিস্কোপে!


সংবাদসংস্থা সূত্রের খবর, সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া প্রতিবেশী দেশ মালদ্বীপে চুপিচুপি পালিয়ে গিয়েছেন তিনি। শ্রীলঙ্কার এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে প্রেসিডেন্ট তাঁর স্ত্রী ও এক দেহরক্ষীকে নিয়ে দেশ ছেড়েছেন।

প্রসঙ্গত, অর্থনৈতিক সঙ্কটে জেরবার দ্বীপরাষ্ট্র। দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছেন, জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের মুখেই কলম্বোর বাসভবন ছেড়ে পালিয়েছিলেন প্রেসিডেন্ট। বুধবার তাঁর পদত্যাগের কথা ছিল। যদিও তার আগে স্ত্রীকে নিয়ে বহুবার দেশ ছড়ার চেষ্টা করেন গোতাবায়া। প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে গ্রেফতার করার বিধান নেই। পদত্যাগের আগেই মঙ্গলবার দুবাই পালানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বারবার ভেস্তে গিয়েছিল পরিকল্পনা।

এর আগে গোতাবায়া শর্ত রেখেছিলেন,  তাঁকে নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। এই বিষয়টি নিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠকও করেন পার্লামেন্টের স্পিকার। বিরোধীরা তাঁর এই দাবি মানতে রাজি হননি। এরপরই তাঁর দেশ ছেড়ে পালানোর খবর প্রকাশ্যে আসে। সংবাদসংস্থা সূত্রের খবর, সামরিক বিমানে গোতাবায়া ও তাঁর স্ত্রী ছাড়াও ২ দেহরক্ষী ছিলেন।

 


Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version