Friday, August 29, 2025

Weather: নিম্নচাপের দোসর পূর্ণিমা, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকা

Date:

জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত উপকূল (coastal areas)। জল থৈ থৈ কপিলমুনির আশ্রম(Kapil Muni ashrama)। মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে এক থেকে পাঁচ নম্বর গেট পর্যন্ত জলমগ্ন এলাকা। পূর্ণিমার কোটালে জেরে প্রবল জলোচ্ছ্বাস দিঘা (Digha), মন্দারমনি (Mandarmani), তাজপুরেও (Tajpur)।

ঘন ঘন বদলাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিস (Alipur Weather Department) জানিয়েছে, ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় ঘণ্টায় পরিণত হতে পারে নিম্নচাপে। পূর্ণিমার কোটাল নিম্নচাপের দোসর হয়েছে কাল থেকেই। উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে কাল দুপুর থেকেই। আজকেও সে ছবির কোনও ব্যতিক্রম হয়নি। জল ঢুকলো কপিল মুনির আশ্রমে। স্থানীয়রা বলছেন সাগরতীরে সংক্রান্তি উপলক্ষে যে স্থানে মেলা হয়  সেই গোটা এলাকা আপাতত জলমগ্ন। বঙ্গোপসাগরে(Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপের সতর্কবার্তা প্রশাসনের তরফ থেকে মাইকের মাধ্যমে জানানো হয়েছে নামখানা ও মৌসুনি দ্বীপের বাসিন্দাদের। পাশাপাশি কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং পাথরপ্রতিমা থেকে যে সমস্ত ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গিয়েছে তাদেরকে অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। ঝড়খালি ও  ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। তাদের কাঁচা বাড়ি তাদের ইতিমধ্যেই ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন।

অন্যদিকে দিঘাতেও প্রায় একই ছবি। পর্যটকদের সতর্ক করতে মাইকিং করে প্রচার করা হচ্ছে। সকাল থেকেই মেঘলা আকাশ। গার্ডওয়াল টপকে জল উপচে পড়ছে। কোনও ভাবেই পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সাইরেন বাজিয়ে আগাম সতর্ক করা হচ্ছে স্থানীয়দেরও। ফুঁসছে সমুদ্র, জোয়ারে জল আরও বাড়ার আশঙ্কা। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version