Sunday, August 24, 2025

ইস্তফা দেননি এখনও, মালদ্বীপ-সিঙ্গাপুর হয়ে এবার কি সৌদি আরব গোতাবায়া?

Date:

চরম রাজনৈতিক সঙ্কট চলছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে(Srilanka)। জনরোষ এড়াতে বুধবার ভোরে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে(Gotabaya Rajapakshe)। সেখান বেশকয়েকটি সংবাদমাধ্যমের তরফে এমন খবরই প্রকাশ্যে এসেছিল। এবার সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানা গেল, বৃহস্পতিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৭৮৮-তে সিঙ্গাপুর রওনা হয়েছেন, পলাতক রাষ্ট্রনেতা। সেখান থেকে সৌদি আরবের বন্দর শহর জেড্ডায় পৌঁছবেন তিনি। যদিও শ্রীলঙ্কায় চলতে থাকা ভয়ংকর জনরোষের মধ্যে গোতাবায়াকে ইস্তফা দেওয়ার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত ইস্তফা দেননি তিনি।

বুধবার রাতেই মালদ্বীপের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল, মালদ্বীপের রাজধানী মালে থেকে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন গোতাবায়া। যদিও শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যম জানায়, তখন মালদ্বীপেই রয়েছেন তিনি। ফলে প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত গোতাবায়া কোথায় রয়েছেন সেবিষয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। এদিকে জানা গিয়েছে, বুধবার মালে পৌঁছনোর পরে গোতাবায়া টেলিফোনে শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার ওয়াই অবেবর্ধনেকে জানিয়েছিলেন বুধবারই পদত্যাগ করবেন তিনি। সেইমতো সাংবাদিক বৈঠক করেও একথা জানিয়ে দেন স্পিকার। এবং ২০ জুলাই নয়া প্রেসিডেন্ট নির্বাচনের কথাও ঘোষণা করেন। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইস্তফা সংক্রান্ত কোনও খবর মেলেনি।

এদিকে গোতাবায়া ইস্তফা না দিলে শ্রীলঙ্কাতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার নিজের পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন গোতাবায়া। যদিও গোতাবায়া ইস্তফা না দিলেও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। একইসঙ্গে বিক্ষোভকারীদের নিশানায় পড়েছেন তিনিও। তাঁর সরকারি দফতর ও বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version