Tuesday, December 2, 2025

সমালোচনায় ক্ষতবিক্ষত  কোহলির পাশে ‘চিরশত্রু’ প্রতিপক্ষের তারকা

Date:

 ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খুব বিশ্রীভাবে হেরেছে৷  ইংল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে ১৪৬ রানে থমকে যায়৷ বিরাট কোহলি এদিনের ম্যাচেও নিজের ফ্লপ শো জারি রেখেছেন৷ দ্বিতীয় একদিনের ম্যাচেও তাঁর ব্যাট কথা বলল না৷ এদিন ২৫ বলে ১৬ রান করে আউট হন তিনি৷

আউটসাইড অফের বল তাড়া করে কোহলি ব্যাটের খোঁচায় উইকেট কিপার জস বাটলারকে সহজ ক্যাচ দেন৷ টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলির লাগাতার খারাপ ফর্ম নিয়ে খুবই চিন্তিত৷ ভারত অধিনায়ক বেশ লম্বা সময়  ধরে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন।  ২০২২ -র ১৬ ম্যাচে ৩৪১ রান মাত্র করেছেন৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া পঞ্চম টেস্টেও কিছু প্রভাব ফেলতে পারেননি৷ আন্তর্জাতিক ক্রিকেটে যেটা তাঁর ফেরার ম্যাচ ছিল৷ কোহলি দুটি ইনিংসে ১১ ও ২০ রান করেন৷ আর দুটি টি টোয়েন্টিতে ১ ও ১১ রান করেন৷

আরও পড়ুন- ২১ জুলাই পাল্টা সভা করে গণ্ডগোল পাকানোর চেষ্টায় বিজেপি? শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন

ডানহাতি ব্যাটসম্যান সমস্ত জায়গা থেকে তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন৷ এমনকি ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেবও তাঁকে তীব্র নিন্দা করেছেন৷ এই অবস্থায় সীমান্ত পার থেকে সমর্থণ পেলেন বিরাট কোহলি৷ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই মুহূর্তে পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম৷ তিনি আইসিসি ক্রম তালিকার টি টোয়েন্টিতে এক নম্বর, একদিনের ক্রিকেটেও তাই, আর টেস্ট ক্রিকেটে ৪ নম্বরে রয়েছেন৷ তিনি বিরাট কোহলির সমর্থনে ট্যুইট করেছেন৷

 

 

 

Related articles

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...
Exit mobile version