যান্ত্রিক গোলযোগের জের, ফের করাচিতে বিমানের জরুরি অবতরণ

দুই সপ্তাহের মধ্যেই ফের একবার করাচিতে অবতরণ করানো হল ভারতীয় বিমান। রবিবার সকালে ইন্ডিগোর হায়দরাবাদগামী একটি বিমানের যাত্রাপথেই যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। এরপরই বিমানটিকে তড়িঘড়ি করাচিতে অবতরণ করানো হয়। বিমানটি শারজাহ থেকে আসছিল বলে জানা গেছে। বিমানটিতে ১২৫ জন যাত্রী ছিল। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছে।

আরও পড়ুন:ফুঁসছে গোদাবরী, বন্যা কবলিত অন্ধ্র-ওড়িশার বিস্তীর্ণ এলাকা

এদিন ইন্ডিগোর একটি বিমান শারজাহ থেকে হায়দরাবাদ যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগের ঘটনা ঘটে। তারপরই জরুরি অবতরণ করানো হয়।  যাত্রীদের জন্য বিশেষ বিমান পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা। তাদের ওই বিশেষ বিমানে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে।

ঘটনা প্রসঙ্গে বিমান সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘ইন্ডিগোর ফ্লাইট 6E-1406 শারজাহ থেকে হায়দরাবাদ উড়ে যাচ্ছিল। সেটির মুখ করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পাইলট যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। এর জেরেই প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করা হয় এবং সতর্কতা হিসেবে বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে।’

প্রসঙ্গত, গতও ৫ জুলাই দিল্লি থেকে উড়ে যাওয়া দুবাইগামী একটি স্পাইসজেটের বিমান করাচিতে অবতরণ করেছিল। সম্প্রতি বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে স্পাইসজেটের বিমানে। যার জেরে ডিজিসিএ-র নোটিসও পায় স্পাইসজেট। তবে সাম্প্রতিককালে ইন্ডিগোর বিমানেও বেশ কয়েকবার যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। যার জেরে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের।