Sunday, May 4, 2025

সংসদে বাদল অধিবেশনের প্রথমদিনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেবে তৃণমূল, কেন্দ্রকে চ্যালেঞ্জ সুদীপের

Date:

সংসদে বাদল অধিবেশন শুরুর আগেই সংসদীয় কমিটির তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। অসংসদীয়  শব্দের পর সংসদ চত্বরে ধরনা, বিক্ষোভ, অনশন, অবস্থানেও না করা হয়েছে। রাজ্যসভার সচিবালয় এ ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করেছে। তার আগে বুধবারই লোকসভার সচিবালয় বেশ কিছু শব্দকে অসংসদীয় বলে দাগিয়ে দিয়েছে। বলা হয়েছে, ওই সব শব্দ সাংসদরা ব্যবহার করতে পারবেন না।

রবিবার বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠক থেকে বেরিয়ে এই বিষয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূল।সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, সংসদের অধিবেশনের প্রথমদিনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেবে তৃণমূল। সংসদীয় কমিটির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়েই এই পদক্ষেপ তৃণমূলের তরফে। তিনি স্পষ্ট বললেন, অসংসদীয় শব্দ কে বাছাই করল। এটা কি করে সম্ভব? তিনি প্রশ্ন তোলেন, অসংসদীয় শব্দের তালিকা, ধর্না দেওয়া বন্ধ, ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা সৃষ্টি কীভাবে হতে পারে। অভিযোগ, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বিষয়টি এড়িয়ে যাওয়ার  চেষ্টা করেছেন। কিন্তু আমরা এত সহজে হাল ছাড়ছি না।

তিনি জানিয়েছেন, উপদেষ্টা কমিটির কাছে কেন্দ্রের তিন সামরিক বাহিনীতে চুক্তিভিত্তিক অগ্নিবীর নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা হয়। তিনি এই প্রকল্প বাতিলের কথাও বলেন।সুদীপ জানিয়েছেন যে, লোকসভার অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, বিজেপি দেশের গণতান্ত্রিক কাঠামোই ভেঙে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে। এগুলি তারই প্রমাণ।

সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর ডাকা রবিবারের সর্বদল বৈঠকে গরহাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। এ ধরনের কাজ ‘অসংসদীয়’ কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও সুষ্ঠু ভাবে বাদল অধিবেশনের কাজ চালানোর আবেদন জানান যোশী।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version