Friday, August 22, 2025

বিজেপির বিরুদ্ধে টাকার খেলা, জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ যশবন্ত সিনহার

Date:

আজ, সোমবার ১০টা থেকে দিল্লির সংসদ ভবন এবং প্রতিটি রাজ্যের বিধানসভা ভবনে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে ভোট। ঠিক তার মাঝেই বিস্ফোরক ও চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্য, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে টাকার খেলা চলছে। টাকা দিয়ে সরকার পক্ষের দিকে ভোট টানার চেষ্টা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন:‘বিতর্ক বা আলোচনা,যাইহোক না কেন তা যেন ফলপ্রসূ হয়’:মোদি

যশবন্ত সিনহার কথায়, “এই রাষ্ট্রপতি নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয় এটা। সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধেই লড়াই করছি। কারণ, তারা এতটাই ক্ষমতার শীর্ষে উঠে এসেছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চেষ্টা চলছে। টাকার খেলাও চলছে।”

তিনি আরও বলেন, “দেশ গণতন্ত্রের পথেই হাঁটবে নাকি সেখানে ইতি পড়বে, এই নির্বাচনে তা বোঝা যাবে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে ভোটদান করুন।”

এদিকে ভোটের দিন যশবন্ত সিনহার এমন মন্তব্যে সারবত্তা আছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মহারাষ্ট্র থেকে শুরু করে দেশজুড়ে যেভাবে সরকার ভাঙা-গড়ার খেলায় মেতেছে বিজেপি সেখানে যশবন্ত সিনহার বক্তব্য একেবারেই অমূলক নয়।

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ঘুষের টোপ এবং কথা না শুনলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ‘ভুয়ো’ সাংবাদিকের বিরুদ্ধে। বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সাংবাদিককে শনিবার রাতে গ্রেফতার করেছে।

বিধায়কের অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করলে মোটা টাকার ‘পুরস্কার’ মিলবে বলে তাঁকে টোপ দেন ওই সাংবাদিক। আরও অভিযোগ, তিনি রাজি না হওয়ায় সিবিআই, ইডিকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় তাঁকে।



Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version