Friday, November 14, 2025

রাজ্যের সঙ্গে ত্রিপুরার ফের রেলপথে যোগাযোগ শুরু ৷ বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠেছে ত্রিপুরা। তাই ফের চালু হচ্ছে যাত্রীবাহী রেল পরিষেবা ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো গিয়েছে, লামডিং-বদরপুর সেকশনে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা ফের শুরু হতে চলেছে ।

বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বদরপুর সেকশন। এই সব ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার জন্য রেলওয়ে আধিকারিক ও কর্মীরা দিন রাত, ২৪ ঘণ্টা কাজ করছিলেন৷ এর ফলে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও বরাক উপত্যকার একাধিক অঞ্চলে অত্যাবশকীয় পণ্য সামগ্রী পাঠানো সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই ১২ জুলাই থেকে এই সেকশনে পণ্য পরিবহণের জন্য ট্রেন চালানো সম্ভব হয়েছে। এবার শুরু করা হবে যাত্রীবাহী ট্রেন চলাচল।
যে সব গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করা শুরু হচ্ছে তা হল, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটি আগামী ২২ জুলাই থেকে চলাচল করবে। আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস আগামী ২৩ জুলাই থেকে যাত্রা শুরু করবে৷ শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২৫ জুলাই থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদহ থেকে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী ২৩ জুলাই থেকে যাত্রা শুরু করবে। এ ছাড়া আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট আগামী ৬ অগাস্ট থেকে। বেঙ্গালুরু-আগরতলা ক্যান্টনমেন্ট আগামী ৯ অগাস্ট থেকে যাত্রা শুরু করবে।
এ ছাড়া ধাপে ধাপে চালু হবে গুয়াহাটি-শিলচর, আগরতলা-দেওঘর, নিউ তিনসুকিয়া-শিলচর, কোয়েম্বাতুর-শিলচর, ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে আগরতলা, আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল, তিরুঅনন্তপুরম সেন্ট্রাল-শিলচর, শিলচর-নিউ দিল্লি এক্সপ্রেস ৷

 

 

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version