Sunday, November 9, 2025

চাকরি-আর্থিক প্যাকেজের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ: দেউচা পাঁচামি থেকে সমাবেশে আসেছে ৫টি আদিবাসী নাচের দল

Date:

রাজ্যে শিল্পোন্নয়নের জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেউচা পাঁচামিতে (Deucha Panchami) বৃহত্তম কয়লাখনিকে কেন্দ্র করে শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি। এতে চেহারা পাল্টে যাবে এলাকার। চাকরির সুযোগ পাবেন বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই চাকরি-আর্থিক প্যাকেজ মিলেছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একুশে জুলাইয়ের সমাবেশে আসছে আদিবাসী নাচের দল।

হরিণ শিঙা, দেওয়ানগঞ্জ-সহ বিভিন্ন আদিবাসী এলাকার শিল্পী পানমনি টুডু, মাকু সোরেন, বাহামণি টুডু, বিটি হেমব্রম, লেমদে সোরেন- রাজ্য সরকারের আর্থিক প্যা কেজে খুশি। পরিবারের সদস্যিরা পেয়েছে চাকরি। তাই এবারে একুশে জুলাইয়ের সভায় আসছে তিনি। তাঁরা জানান, আমরা শিল্পী। আমরা পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন সভায় অনুষ্ঠান করি। কিন্তু এবার একটু আলাদা। পারিশ্রমিক নিচ্ছি না। আমরা খুশিতে যাচ্ছি। মুখ্যটমন্ত্রী কথা রেখেছেন। তাই তাঁকে ধন্যবাদ জানাতে আনন্দে অনুষ্ঠান করতে যাচ্ছি।

আদিবাসী সেলের নেতা সুনীল সোরেন (Sunil Soren) বলেন, একুশে জুলাই প্রতিবারই আদিবাসীরা সামিল হন। আদিবাসী নাচ-গান হয়। কিন্তু যেহেতু মুখ্যবমন্ত্রী প্রতিশ্রুতি মতো আকর্ষণীয় প্যাতকেজ দিয়েছেন এবং সবাই উপকৃত। তাই এবার একুশে জুলাইয়ের সভায় যাওয়ার উদ্দীপনা একটু বেশীই।

২৬০ জনের মধ্যের ১৪৯ জন চাকরিতে যোগদান করে প্রশিক্ষণ নিতে চলে গিয়েছেন। মহম্মদ বাজার ব্লকে আপাতত দুটো বাসের ব্যছবস্থা হয়েছে। পাঁচটা নাচের দল আসছে। এক একটি নাচের দলে মহিলা-পুরুষ মিলে দশ বারো জন করে আছেন। সবাই চিরাচরিত আদিবাসী পোশাকে ধামসা মাদল, লাকারা নিয়ে ধর্মতলার সভায় হাজির থাকবেন। তাঁদের মধ্যে কিছু জনকে মঞ্চেও দেখা যেতে পারে।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version