Saturday, August 23, 2025

চাকরি-আর্থিক প্যাকেজের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ: দেউচা পাঁচামি থেকে সমাবেশে আসেছে ৫টি আদিবাসী নাচের দল

Date:

রাজ্যে শিল্পোন্নয়নের জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেউচা পাঁচামিতে (Deucha Panchami) বৃহত্তম কয়লাখনিকে কেন্দ্র করে শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি। এতে চেহারা পাল্টে যাবে এলাকার। চাকরির সুযোগ পাবেন বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই চাকরি-আর্থিক প্যাকেজ মিলেছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একুশে জুলাইয়ের সমাবেশে আসছে আদিবাসী নাচের দল।

হরিণ শিঙা, দেওয়ানগঞ্জ-সহ বিভিন্ন আদিবাসী এলাকার শিল্পী পানমনি টুডু, মাকু সোরেন, বাহামণি টুডু, বিটি হেমব্রম, লেমদে সোরেন- রাজ্য সরকারের আর্থিক প্যা কেজে খুশি। পরিবারের সদস্যিরা পেয়েছে চাকরি। তাই এবারে একুশে জুলাইয়ের সভায় আসছে তিনি। তাঁরা জানান, আমরা শিল্পী। আমরা পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন সভায় অনুষ্ঠান করি। কিন্তু এবার একটু আলাদা। পারিশ্রমিক নিচ্ছি না। আমরা খুশিতে যাচ্ছি। মুখ্যটমন্ত্রী কথা রেখেছেন। তাই তাঁকে ধন্যবাদ জানাতে আনন্দে অনুষ্ঠান করতে যাচ্ছি।

আদিবাসী সেলের নেতা সুনীল সোরেন (Sunil Soren) বলেন, একুশে জুলাই প্রতিবারই আদিবাসীরা সামিল হন। আদিবাসী নাচ-গান হয়। কিন্তু যেহেতু মুখ্যবমন্ত্রী প্রতিশ্রুতি মতো আকর্ষণীয় প্যাতকেজ দিয়েছেন এবং সবাই উপকৃত। তাই এবার একুশে জুলাইয়ের সভায় যাওয়ার উদ্দীপনা একটু বেশীই।

২৬০ জনের মধ্যের ১৪৯ জন চাকরিতে যোগদান করে প্রশিক্ষণ নিতে চলে গিয়েছেন। মহম্মদ বাজার ব্লকে আপাতত দুটো বাসের ব্যছবস্থা হয়েছে। পাঁচটা নাচের দল আসছে। এক একটি নাচের দলে মহিলা-পুরুষ মিলে দশ বারো জন করে আছেন। সবাই চিরাচরিত আদিবাসী পোশাকে ধামসা মাদল, লাকারা নিয়ে ধর্মতলার সভায় হাজির থাকবেন। তাঁদের মধ্যে কিছু জনকে মঞ্চেও দেখা যেতে পারে।

 

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version