Wednesday, August 20, 2025

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১, নিখোঁজ শিশু

Date:

নিয়ন্ত্রণ হারিয়ে টিনের শেড ভেঙে কারখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী বাস। এর জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে রায়গঞ্জের রূপাহারের ঘুঘুডাঙা এলাকায়। এর জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এক বাস যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। বাসের সিটের নীচে আরও দেহ আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হাওড়ায় ৬ জনের রহস্যমৃত্যু! মদের ঠেকে ভাঙচুর
জানা গিয়েছে, বুধবার ভোরে কলকাতা থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। পথে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘুঘুডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কারখানার টিনের বেড়ায় সজোরে ধাক্কা মারে ও তা ভেঙে ভিতরে ঢুকে যায়। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই প্রাথমিকভাবে হাত লাগান উদ্ধারকাজে। এরপর পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। পুলিশ, দমকল ও স্থানীয়দের তৎপরতার জানলা ভেঙে উদ্ধার করা হয় চালককে। এরপরই বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৯ জন আহত হয়েছিলেন। একজনকে মৃত অবস্থায়ই উদ্ধার করা হয় বাস থেকে। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫অ বছর। আহত আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনায় নিখোঁজ এক শিশু। তার খোঁজ চলছে।কী করে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।




Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version