Sunday, November 9, 2025

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১, নিখোঁজ শিশু

Date:

নিয়ন্ত্রণ হারিয়ে টিনের শেড ভেঙে কারখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী বাস। এর জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে রায়গঞ্জের রূপাহারের ঘুঘুডাঙা এলাকায়। এর জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এক বাস যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। বাসের সিটের নীচে আরও দেহ আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হাওড়ায় ৬ জনের রহস্যমৃত্যু! মদের ঠেকে ভাঙচুর
জানা গিয়েছে, বুধবার ভোরে কলকাতা থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। পথে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘুঘুডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কারখানার টিনের বেড়ায় সজোরে ধাক্কা মারে ও তা ভেঙে ভিতরে ঢুকে যায়। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই প্রাথমিকভাবে হাত লাগান উদ্ধারকাজে। এরপর পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। পুলিশ, দমকল ও স্থানীয়দের তৎপরতার জানলা ভেঙে উদ্ধার করা হয় চালককে। এরপরই বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৯ জন আহত হয়েছিলেন। একজনকে মৃত অবস্থায়ই উদ্ধার করা হয় বাস থেকে। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫অ বছর। আহত আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনায় নিখোঁজ এক শিশু। তার খোঁজ চলছে।কী করে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।




Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version