Thursday, August 28, 2025

আন্তর্জাতিক বাজারে কমেছে দাম, জ্বালানি তেলে রফতানি কর কমাল কেন্দ্র

Date:

আন্তর্জাতিক বাজারে(International Market) বেশ কিছুটা কমেছে তেলের দাম(Oil Price)। এই পরিস্থিতিতে তেল রফতানিতে(Oil export) করের পরিমান কিছুটা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের জেরে এখন থেকে লিটার প্রতি ৬ টাকা করে কমবে পেট্রোল(Petrol) রফতানির খরচ। পাশাপাশি ডিজেলে(Disel) পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। করে ছাড় মিলেছে অপরিশোধিত তেল (Crude Oil) রপ্তানিতেও।

দেশীয় বাজারে জ্বালানির জোগান কমে যাওয়ায় জুলাই মাসের শুরুতে কেন্দ্রের তরফে জ্বালানি রপ্তানিতে করের পরিমাণ বাড়ানো হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় বুধবার সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টন পিছু সতেরো হাজার টাকা কর দিতে হবে। আগের নিয়ম অনুযায়ী ২৩২৫০ টাকা কর গুণতে হত রপ্তানিকারক সংস্থাগুলিকে। বিমানের জ্বালানিতেও লিটার পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। ডিজেলেও একই পরিমাণ কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। বুধবার অর্থাৎ ২০ জুলাই থেকেই নতুন নিয়মবিধি কার্যকর হবে। একইসঙ্গে জানানো হয়েছে, স্পেশ্যাল ইকোনমিক জোন থেকে কোনও পণ্য রপ্তানি করলে সেই ক্ষেত্রে আবগারি বিভাগ থেকে ছাড় দেওয়া হবে। তবে কোন পণ্যে কত ছাড় দেওয়া হবে, সেই সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি।

কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, এই সিদ্ধান্তে দেশের বিমান ভাড়া আগের থেকে অনেকখানি কমে আসবে। একইসঙ্গে আরও জানানো হয়েছে, প্রতি পনেরো দিন অন্তর কর ছাড়ের পরিমাণ পুনঃমূল্যায়ন করা হবে। ফলে ভবিষ্যতে আবার রফতানি ক্ষেত্রে কর বাড়ার সম্ভাবনা থাকবে। তবে আপাতত কেন্দ্রের এই সিদ্ধান্তে রিলায়েন্স (Reliance) এবং ওএনজিসির (ONGC) মতো তেল উৎপাদনকারী সংস্থাগুলি শেয়ারে দেখা গিয়েছে ব্যাপক উত্থান।


Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version