Sunday, November 9, 2025

আন্তর্জাতিক বাজারে কমেছে দাম, জ্বালানি তেলে রফতানি কর কমাল কেন্দ্র

Date:

আন্তর্জাতিক বাজারে(International Market) বেশ কিছুটা কমেছে তেলের দাম(Oil Price)। এই পরিস্থিতিতে তেল রফতানিতে(Oil export) করের পরিমান কিছুটা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের জেরে এখন থেকে লিটার প্রতি ৬ টাকা করে কমবে পেট্রোল(Petrol) রফতানির খরচ। পাশাপাশি ডিজেলে(Disel) পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। করে ছাড় মিলেছে অপরিশোধিত তেল (Crude Oil) রপ্তানিতেও।

দেশীয় বাজারে জ্বালানির জোগান কমে যাওয়ায় জুলাই মাসের শুরুতে কেন্দ্রের তরফে জ্বালানি রপ্তানিতে করের পরিমাণ বাড়ানো হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় বুধবার সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টন পিছু সতেরো হাজার টাকা কর দিতে হবে। আগের নিয়ম অনুযায়ী ২৩২৫০ টাকা কর গুণতে হত রপ্তানিকারক সংস্থাগুলিকে। বিমানের জ্বালানিতেও লিটার পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। ডিজেলেও একই পরিমাণ কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। বুধবার অর্থাৎ ২০ জুলাই থেকেই নতুন নিয়মবিধি কার্যকর হবে। একইসঙ্গে জানানো হয়েছে, স্পেশ্যাল ইকোনমিক জোন থেকে কোনও পণ্য রপ্তানি করলে সেই ক্ষেত্রে আবগারি বিভাগ থেকে ছাড় দেওয়া হবে। তবে কোন পণ্যে কত ছাড় দেওয়া হবে, সেই সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি।

কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, এই সিদ্ধান্তে দেশের বিমান ভাড়া আগের থেকে অনেকখানি কমে আসবে। একইসঙ্গে আরও জানানো হয়েছে, প্রতি পনেরো দিন অন্তর কর ছাড়ের পরিমাণ পুনঃমূল্যায়ন করা হবে। ফলে ভবিষ্যতে আবার রফতানি ক্ষেত্রে কর বাড়ার সম্ভাবনা থাকবে। তবে আপাতত কেন্দ্রের এই সিদ্ধান্তে রিলায়েন্স (Reliance) এবং ওএনজিসির (ONGC) মতো তেল উৎপাদনকারী সংস্থাগুলি শেয়ারে দেখা গিয়েছে ব্যাপক উত্থান।


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version