Annu Rani: ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন্নু রানি

এর আগে ২০১৯ সালে দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন অন্নু।

0
1

ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championship) ফাইনালে উঠলেন অন্নু রানি (Annu Rani)। আর ফাইনালে উঠতেই ভারতীয় হিসাবে এই প্রতিযোগিতায় টানা দু’বার ফাইনালে ওঠার নজির গড়লেন তিনি। এর আগে ২০১৯ সালে দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন অন্নু।

শুরুতেই ফাউল থ্রো। দ্বিতীয় প্রচেষ্টায়ও ৫৫.৫৩ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করেনি তাঁর বর্শা। কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই যখন বিদায় নেওয়া আশঙ্কা চেপে বসেছে অন্নু রানির ঘাড়ে, ঠিক তখনই ঘুরে দাঁড়ান ভারতীয় এই তারকা। আর তৃতীয় তথা চূড়ান্ত প্রচেষ্টায় ৫৯.৬০ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন অন্নু। আর এরপরই ফাইনালের টিকিট পাকা করে ফেলেন তিনি।

 

উল্লেখযোগ্য বিষয়, জাতীয় রেকর্ডের মালকিন অন্নু নিজের সেরা পারফর্ম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেননি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে। ভারতীয় তারকার ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স হল ৬৩.৮২ মিটার।

আরও পড়ুন:Asia Cup: জল্পনাই সত‍্যি, এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড