Saturday, August 23, 2025

মোদির একমাত্র বিকল্প মমতা, শহিদদের চিরকাল মনে রাখেন তৃণমূল নেত্রী: সৌগত রায়

Date:

শহিদদের, তাঁদের পরিবারকে ভোলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্য তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Sougata Ray)। তিনি ১৯৯৩-এর কথা স্মরণ করে বলেন, সেই দিন নিরস্ত্র ছেলেরদের উপর গুলি চালানো হয়। পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সেদিন যাঁরা শহিদ হন তাঁদের ভোলেননি তৃণমূল সুপ্রিমো। ভোলেননি তাঁদের পরিবারকে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বাংলার উন্নয়নে প্রচুর প্রকল্প চালু করেন। আর সেদিন যে সিপিআইএম ঔদ্ধত্য দেখিয়ে ছিল, তাঁরা আজ বিধানসভায় শূন্য়। আর যে বিজেপি এই বিধানসভা ভোটের আগে বাংলায় ২০০ আসন পাবে বলেছিল, তারা ১০০-ও পেরোতে পারেনি। সৌগত রায়ের কথায়, আগামী পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভাতেও তৃণমূল জিতবে।

আরও পড়ুন- একুশের সমাবেশে পা মেলালেন গোপাল ভাঁড় থেকে চার্লি চ্যাপলিন

তৃণমূল সাংসদ বলেন, সারা দেশে নরেন্দ্র মোদির একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সৌগত বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূলকে ছড়িয়ে দিচ্ছেন। মমতার আদর্শ সারা দেশে ছড়িয়ে পড়বে।

সৌগত রায় জানান, ১৯৯৩-এর ২১ জুলাই ধর্মতলার এই জায়গাই শহিদের রক্তে লাল হয়েছিল, সেই কারণেই প্রতিবছরই এই জায়গাতেই সভা হয়। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের ফলে বাংলা উন্নতির শিখরে পৌঁছছে। আর এরকম দিনেও শহিদের ভোলেননি তৃণমূল সুপ্রিমো।

 

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version