Monday, August 25, 2025

দেশের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদি-মমতার, শুভেচ্ছাবার্তা যশবন্ত সিনহারও

Date:

প্রত্যাশামতোই রাইসিনা হিলসের বাসিন্দা হলেন দ্রৌপদী মুর্মু। ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন তিনি। ২৪ জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। তার পরেই শপথ নেবেন দ্রৌপদী। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার সন্ধের পর ফলাফল ঘোষণা হতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী পরে টুইটে লেখেন, দ্রৌপদী মুর্মুর লড়াইকে কুর্নিশ জানাই। যেভাবে লড়াই করে উনি এই জায়গায় উঠে এসেছেন, সেই অভিজ্ঞতা থেকে আগামী দিনে দেশ সমৃদ্ধ হবে।

প্রতিপক্ষ হলেও সৌজন্যের ঘাটতি রাখেননি বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সবার আগে তিনিই বিবৃতি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতিকে। জয়ের পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি আশা করি ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে কাজ করবেন। আশাপ্রকাশ করেছেন, তাঁর সময়ে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

টুইটে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন গণতন্ত্রের পক্ষে আগামীদিন দেশ এক নতুন দিশা দেখাবে এমন আশা রাখি। দেশের সংবিধানকে সামনে রেখে দ্রৌপদী মুর্মু দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে ভোট গণনা শুরু হয়। রাত ৮টায় চূড়ান্ত ফল প্রকাশ হয়। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ৩২১৯টি ভোটের মধ্যে ২১৬১টি ভোট পেয়েছেন। বিরোধী প্রার্থী যশোবন্ত সিনহা ভোট পেয়েছেন ১০৫৮টি। দ্রৌপদী মুর্মু ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুরের আদিবাসী নেত্রী হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন। রাজ্যপালের দায়িত্বও তিনি পালন করেছেন।

আরও পড়ুন- ওড়িশার রায়রংপুর থেকে রাইসিনা হিলস, কেমন ছিল দ্রৌপদী মুর্মুর জার্নি?

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version