Friday, August 29, 2025

একুশের সমাবেশ বোঝালো কাঁথিতেও মুছে গিয়েছে শান্তিকুঞ্জর অধিকারীদের মিথ

Date:

বছর কয়েক আগেও একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে অন্যতম বক্তা ছিলেন তিনি। এর আগে ২০১৯ সালে যখন একুশের সমাবেশ হয়েছিল, সেবার ধর্মতলার
সভা মঞ্চ থেকে মোদি-অমিত শাহ বিরোধী ঝাঁঝালো বক্তব্য রেখে ছিলেন। বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তৃণমূল ছেড়ে অমিত শাহের পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিও একুশের বিধানসভা ভোটের আগে অনেক প্রত্যাশা নিয়ে তাঁকে দলে নিয়েছে। কিন্তু পারফরম্যান্স প্রত্যাশার ধার কাছ দিয়ে যায়নি। বরং, তাঁর হাতে বঙ্গ বিজেপি সুরক্ষিত নয়, সেটা টের টের পাচ্ছেন দিল্লির নেতারাও।

সেই শুভেন্দু অধিকারীর এলাকা থেকে এবার একুশের সমাবেশে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক ভিড় জমিয়ে ছিলেন। যা শুভেন্দু তৃণমূলে থাককালীনও হয়নি। কাঁথি অধিকারীদের “গড়” বলে একটা সময় পরিচিত ছিল। কিন্তু সেই মিথ এখন অতীত। যতদিন যাচ্ছে, ততটা পূর্ব মেদনীপুরের কাঁথির বুক থেকে মুছে যাচ্ছে শান্তিকুঞ্জর অধিকারী পরিবারের নাম-নিশানা। একুশে জুলাই সমাবেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত।

শুধু কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূলের কর্মী-সমর্থক ধর্মতলার শহিদ সমাবেশে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রতিটি ওয়ার্ড থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বাস এসেছে ধর্মতলায়। সবমিলিয়ে পুরসভা এলাকা থেকে ২৫টির বেশি বাস কলকাতায় এসেছিল। এছাড়াও ছোট গাড়ি, প্রাইভেট কার এবং লোকাল ট্রেনে চেপেও কাঁথি থেকে প্রচুর মানুষ সমাবেশে যোগ দিয়েছিলেন।

কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘কাঁথি আর অধিকারীদের গড় নয়। কাঁথির আমজনতা দিদির সঙ্গেই। এবার শহিদ দিবসে যেভাবে শহরবাসী কলকাতার সমাবেশে যোগ দিয়েছেন, তা দেখে এটা স্পষ্ট যে, তাঁদের ওই উচ্ছ্বাস আর আবেগ স্বতঃস্ফূর্ত।’’

এদিকে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, ‘‘তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা থেকেই ২৪২টি বাস গিয়েছে ধর্মতলায়। সভা শেষে সকলেনিরাপদে বাড়িও ফিরে এসেছেন। কোথাও কোনও অসুবিধা হয়নি।’’

 

 

 

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version