Thursday, August 28, 2025

দ্রৌপদীর সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট অসম, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে

Date:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে(Presidencial Election) ৬৪ শতাংশের বেশি ভোট পেয়ে বড় জয় পেয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে আগামী সপ্তাহে শপথ নেবেন তিনি। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর সমর্থনে বিরোধী শিবির(Opposition) থেকে দেখা গেল ব্যাপক ক্রস ভোটিং(Cross Vote)। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বিরোধী শিবির।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এনডিএ-র চমক ছিল আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। যদিও জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে হাজারখানেক ভোট কম ছিল বিজেপির। তবে আদিবাসী নেত্রী হওয়ায় মুর্মুকে সমর্থন দিয়েছিল বিজেডি, জেএমএম-এর মতো দলগুলি। এনডিএর ২০ টি দল সহ সব মিলিয়ে ৪৪ টি দল সমর্থন করে এনডিএ প্রার্থীকে। তারপরও নির্বাচনে দেখা গেল বিপুল পরিমাণ ক্রসভোট। সুত্রের খবর, তৃতীয় রাউন্ডের শেষে ১৭ জন সাংসদ ও ১২৫ জনের বেশি বিধায়ক দ্রৌপদীর সমর্থনে দিয়েছেন ক্রস ভোট। সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত রিপোর্ট বলছে এই তালিকায় বিহারের ৬ জন, অরুণাচল প্রদেশে ১ জন, অসমে ২২ জন, ছত্তীসগঢ়ে ৬ জন, গোয়ায় ৪ জন, গুজরাটে ১০ জন, হরিয়ানায় ১ জন, হিমাচল প্রদেশে ২ জন, ঝাড়খণ্ডে ১০ জন, মধ্যপ্রদেশে ১৮ জন, মহারাষ্ট্রে ১৬ জন, মেঘালয়ে ৭ জন ক্রস ভোট দিয়েছেন। বাংলাতেও ১ জন তৃণমূল বিধায়ক ক্রস ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আর এই ঘটনায় রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দ্রৌপদী মুর্মুর জাতিগত পরিচয়ের কারণে অনেকেই বিবেকের ডাকে সাড়া দিয়ে তাঁকে ভোট দিয়েছেন। এদিক থেকে মোদি-শাহের চাল কার্যকর কয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানে দলের চেয়ে জাতি গুরুত্ব পেয়েছে একাধিক রাজ্যে জনপ্রতিনিধিদের মধ্যে। অন্তত নির্বাচনী রিপোর্ট সে দিকেই ইঙ্গিত করছে।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version